রাজ্যে আবার ১০০ দিনের কাজ শুরু নিয়ে নজিরবিহীন নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর এর পরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের এ দিনের নির্দেশ বিজেপির প্রতিহিংসার রাজনীতিতে একটা বড় ধাক্কা। একইসঙ্গে আদালতের রায়কে স্বাগতও জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিন ১০০ দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশ সামনে আসার পরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবিলম্বে এই খাতে রাজ্যের বকেয়া ২ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা মেটানোর দাবি জানিয়েছেন তিনি।
১০০ দিনের কাজ ফের চালু করতে হবে। আর তা করতে হবে আগামী ১ অগস্ট থেকেই। দীর্ঘ শুনানি শেষে এ দিন এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিগত কয়েক বছর ধরে ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের কাছে বকেয়া পড়ে আছে বলে অভিযোগ করে তৃণমূল। এই ইস্যুতে একাধিক বার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রায়ের পর অভিষেক এক্সে লেখেন, ‘কলকাতা হাইকোর্ট বাংলায় MGNREGA প্রকল্প ফের চালু করার নির্দেশ দিয়েছে। যা বিজেপির প্রতিহিংসার রাজনীতির উপর বড় আঘাত।’ ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, ২০২১ সালে জনগণের রায় মেনে নিতে না পেরে বাংলা বিরোধী বিজেপি ১০০ দিনের কাজের টাকা আটকে দেয়। আর তাতে গ্রামীণ কর্মসংস্থানে বড় ধাক্কা লাগে। অভিষেকের কথায়, এটা শাসন নয়, শুধুমাত্রই প্রতিশোধ।
কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লেখেন, বাংলার মানুষকে কথা দিয়েছিলাম, তাঁদের অধিকারের প্রশ্নে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপাব। এমনকী আগামিদিনেও প্রতিটি ফোরামে, প্রতিটি স্তরে বাংলার জন্য ‘জমিদারদের’ বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলেও উল্লেখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
১০০ দিনের টাকার বিষয়টি নিয়ে তৃণমূল শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করে আসছিল। বিজেপি বাংলায় জিততে না পেরে রাগ মেটাতে গরিব মানুষের হকের টাকা আটকে রেখেছে বলেও দাবি তৃণমূলের। এই পরিস্থিতিতে আদালত থেকে ১০০ দিনের কাজ আবার শুরুর নির্দেশ, ভোটের আগে তৃণমূলকে উজ্জীবিত করেছে। অভিষেকের এক্স বার্তা তারই প্রতিফলন।