রোহিত নেই, কোহলি নেই—ভারতের টেস্ট ব্যাটিংয়ের দুই প্রধান স্তম্ভ ছিটকে গিয়েছেন ইংল্যান্ড সফরের দল থেকে। আর সেই শূন্যতা পূরণে এখন যার দিকে তাকিয়ে গোটা ড্রেসিংরুম, তিনি কে এল রাহুল। বয়স ৩৩, অভিজ্ঞতার ঝুলি বেশ ভরাট। কিন্তু এটাই কি সেই সিরিজ, যেখানে ‘সম্ভাবনার রাহুল’ হয়ে উঠবেন ভারতের ‘নতুন নির্ভরতা’?
বেকেনহ্যামের ইন্ট্রা-স্কোয়াড গেমে একটি ছবি ভাইরাল হয়েছিল—রাহুল এক হাঁটু গেঁড়ে ব্যাকলিফটে কভার ড্রাইভ খেলছেন, নিখুঁত ব্যালান্স, নিঃশব্দ অথচ দৃঢ় উপস্থিতি। ছবিটি যেন বলে—”এই সিরিজটা আমার হতে চলেছে।”
একাধিক বার রাহুলের ব্যাটিং সৌন্দর্য নিয়ে মুগ্ধ হয়েছে ক্রিকেটবিশ্ব, কিন্তু সংখ্যার খাতায় বারবার পিছিয়ে থেকেছেন তিনি। প্রশংসা এসেছে, কিন্তু স্বীকৃতি মেলেনি। এই টেস্ট সিরিজই হতে পারে সেই মঞ্চ, যেখানে তিনি উঠে আসতে পারেন ভারতের ব্যাটিংয়ের নতুন নেতৃত্বে।
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে যে নির্ভরযোগ্য ব্যাটিং দেখিয়েছেন, তা ইঙ্গিত দিচ্ছে—রাহুল এবার নিজের ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছেন। বিরাট ও রোহিতের অবর্তমানে ব্যাট হাতে রান তো আনতেই হবে, সেই সঙ্গে দরকার নেতৃত্ব, স্লিপ কর্ডনে ভরসা, এবং তরুণদের মাঝে অভিজ্ঞতা থেকে ছড়িয়ে দেওয়া আত্মবিশ্বাস।
এবার আর ছায়ায় নয়, রাহুলকে আলোয় দাঁড়াতেই হবে। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ শুধু তাঁর ব্যাটের নয়, মানসিক দৃঢ়তারও কঠিন পরীক্ষা। এবার আর কেউ বলবে না, “সম্ভাবনাময় ব্যাটার”—সফল হলে ইতিহাস বলবে, “এটাই ছিল রাহুলের পুনর্জন্মের কাহিনি।”