ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে হঠাৎ করেই ভারতীয় স্কোয়াডে যুক্ত হলেন তরুণ পেসার হর্ষিত রানা। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অনানুষ্ঠানিক সিরিজে ভালো পারফরম্যান্স করে দলে জায়গা করে নেন তিনি। কিন্তু এই নির্বাচনে সবচেয়ে বেশি নজর কাড়ল একজনের অনুপস্থিতি—মুকেশ কুমার।
আর সেখান থেকেই শুরু হল বিতর্কের ঝড়। দলে না থাকার রাগ-ক্ষোভ যেন মুকেশ প্রকাশ করলেন এক রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টে। সেখানে তিনি লেখেন, “Karma bides its time. You will always have to watch out. Karma is unforgiving and always gets payback.”
এই পোস্টের পরই শুরু হয়ে যায় আলোচনা—কার দিকে ইঙ্গিত মুকেশের?
প্রসঙ্গত, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম টেস্টে হর্ষিত ২৭ ওভারে ৯৯ রান দিয়ে ১ উইকেট পান। অথচ মুকেশ কুমার ২৫ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে অনেক বেশি কার্যকর ছিলেন। এমন পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকদের সিদ্ধান্তে জায়গা হয়নি তাঁর।
এই নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় পেসার ডোড্ডা গণেশও। তাঁর মত, হর্ষিতের জায়গায় অনশুল কম্বোজকে নেওয়া উচিত ছিল।
মুকেশ ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেছিলেন এবং ৩টি ম্যাচে ৭টি উইকেট পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সাফল্য থাকা সত্ত্বেও তাঁকে কেন এড়িয়ে যাওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে চতুর্দিকে।
মুকেশের বার্তায় ফুটে উঠল অভিমান, হতাশা এবং এক গভীর প্রতিশোধস্পৃহা। ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই ‘কর্মা’ পোস্ট। ম্যাচ মাঠে শুরু হোক বা না হোক—মনস্তাত্ত্বিক যুদ্ধ ইতিমধ্যেই তুঙ্গে।