ছত্তীসগঢ়ের এক ডিএসপির স্ত্রী সরকারি গাড়ির বোনেটে বসে জন্মদিনের কেক কাটলেন, ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ। এফআইআর হল ‘অজানা’ চালকের নামে।
ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বলরামপুর-রামানুজগঞ্জে, যেখানে ১২ নম্বর ব্যাটেলিয়নের ডিএসপি তস্লিম আরিফের স্ত্রী নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে সরকারি গাড়ির ব্যবহার করে আইন ভেঙেছেন। সময়টি ছিল ১৯ জুন ২০২৫, সন্ধ্যার দিকে।রাস্তায় চলন্ত গাড়ির ওপরেই কাণ্ডটা ঘটানো হয়।
একটি সাদা রঙের মহিন্দ্রা XUV700, যার ওপর সরকারি নীল বাতি বসানো ছিল, সেই গাড়ির বোনেটে বসে DSP-র স্ত্রী কেক কাটেন। শুধু তাই নয়, গাড়ির সানরুফ দিয়ে মাথা বার করে ও দরজার বাইরে ঝুলে অন্য মহিলারাও উদযাপনে মেতে উঠেছিলেন। পুরো ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক।
নিয়ম অনুযায়ী সরকারি গাড়ি ও নীলবাতি শুধুমাত্র সরকার নির্ধারিত অফিসিয়াল কাজেই ব্যবহার করা যায়। এই উদযাপন ছিল সম্পূর্ণ ব্যক্তিগত, তাও আবার চলন্ত গাড়ির উপর, যা ট্রাফিক আইনের চরম লঙ্ঘন।
তবে এখানেই শেষ নয়। পুলিশের পদক্ষেপে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়েছে। কারণ, FIR করা হয়েছে ‘অজানা চালক’-এর নামে। ডিএসপি বা তাঁর স্ত্রীর নামে নয়। এফআইআরে মোটর ভেহিকল আইনের ১৭৭, ১৮৪ ও ২৮১ ধারা উল্লেখ করা হয়েছে, যা বেপরোয়া গাড়ি চালানো ও জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করার সঙ্গে জড়িত।
এই ঘটনায় বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলেছে, “আইন কি শুধু সাধারণ মানুষের জন্য? ক্ষমতাবানদের জন্য আলাদা আইন চলে?” ডিএসপির বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা না নেওয়া এবং স্ত্রীর ভূমিকা নিয়ে প্রশাসনের নীরবতা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
এখন দেখার বিষয়, ভিডিও ভাইরাল হওয়ার পর এত চাপের মধ্যে প্রশাসন আদৌ কোনও শক্ত পদক্ষেপ করে কি না।