ইজরায়েলের উপর চাপ বাড়াক ভারত। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানাক। এমনটাই দাবি করলেন ভারতে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত মহম্মদ জাভেদ হুসেইনি। একাধিক সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে একে অপরের দিকে মিসাইল দাগছে ইরান এবং ইজরায়েল। আজ শুক্রবার সারাদিন ধরে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে একের পর এক শহর। আর এই ঘটনায় ভারত যাতে ইজরায়েলের উপর চাপ সৃষ্টি করে সেই দাবি জানিয়েছেন মহম্মদ জাভেদ হুসেইনি। একই হামলার নিন্দাও যাতে ভারত জানায় সেই মন্তব্যও করেছেন।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ জাভেদ হুসেইনি জানিয়েছেন, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ এবং শান্তিপ্রিয় দেশ। এক্ষেত্রে ইজরায়েলের হামলার তীব্র সমালোচনায় অগ্রণী ভূমিকা পালন করা উচিত। উপ-রাষ্ট্রদূতের কথায়, অক্টোবরে হামাসের বিরুদ্ধে ইজরায়েল যখন হামলা চালালো, সেই সময়েই গোটা বিশ্বের উচিৎ ছিল নিন্দা করা। আর তা করলে ইরানের মতো একটি সার্বভৌম দেশকে আক্রমণ করার সাহস ইজরায়েল করত না বলেই দাবি মহম্মদ জাভেদ হুসেইনির।
একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা(আইএইএ)-র নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মহম্মদ জাভেদ হুসেইনি। সাক্ষাৎকারে জানিয়েছেন, আইএইএ স্পষ্ট ভাবে জানিয়েছিল যে ইরানে কোনও সামরিক পারমাণবিক কার্যকলাপ চলছে না। এরপরেও কীভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সামরিক অভিযানের কথা বলছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা? প্রশ্ন কূটনীতিকের।
https://x.com/ANI/status/1936030925282066577?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1936030925282066577%7Ctwgr%5E86bc73deee94e97f4ffd39ee2ef05ba59abbdd09%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.aajtak.in%2Fworld%2Fstory%2Firan-deputy-ambassador-mohammad-jawad-hosseini-request-to-india-should-put-pressure-on-israel-expressed-hope-about-pakistan-amid-war-with-israel-ntc-dskc-2268547-2025-06-20
