ফ্যাশন দুনিয়ায় জনপ্রিয় বিলাসবহুল ব্র্যান্ড গুচি। আর সেই সংস্থার তৈরি ৭৫ হাজার টাকার জুতো পরেই পা পিছলে পড়ে গেলেন আইনজীবী। ঘটনা মুম্বইয়ের। নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে ১ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ চেয়ে গুচি-র বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ করে বসলেন ওই আইনজীবী। অভিযোগ খতিয়ে দেখে বহুজাতিক সংস্থাকে নোটিস ধরাল দক্ষিণ মুম্বই জেলা উপভোক্তা কমিশন।
গত বছর ৬ মার্চ গুচি-র মুম্বইয়ের বিপণি থেকে ৭৫ হাজার ৫০০ টাকা দিয়ে একজোড়া জুতো কিনেছিলেন আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ। তাঁর অভিযোগ, জুতো কেনার ঘণ্টাখানেক পর থেকেই তা পরে অস্বস্তি বোধ করতে থাকেন। জুতোজোড়া আকারে ছোট বড় ছিল বলে দাবি করেন তিনি। পায়ে ব্যথা অনুভব করতে থাকেন। এখানেই শেষ নয়, গুচি-র ওই জুতোর কারণে জনসমক্ষে পা পিছলে তিনি পড়েও গিয়েছেন বলে অভিযোগ করেন আইনজীবী।
প্রথমেই মামলার পথে হাঁটেননি আইনজীবী। জুতো নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন মুম্বইয়ে গুচি-র ওই বিপণিতে। কিন্তু সেখানে তাঁকে অসহযোগিতা করা হয় বলে অভিযোগ। বান্দ্রা কুরলা কমপ্লেক্সের আউটলেটে গিয়ে অভিযোগ জানালে সেখান তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি। এমনকী, জুতোজোড়া বদলে দিতে ৯ হাজার ৫০০ টাকা দাবিও করা হয় বলে অভিযোগ। এরপরই ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ দায়ের করেন আইনজীবী।
গত বছরই ৭ মার্চ জুতোজোড়া নিয়ে লিখিত বিবৃতি প্রকাশ করে গুচি জানায়, অভ্যন্তরীণ তদন্তে ওই জুতোয় সত্যিই ত্রুটি ধরা পড়েছে। সাইজে জুতোজোড়া ছোট বড় রয়েছে। আইনজীবীর করা অভিযোগের ভিত্তিতে কমিশন জানায়, উক্ত ঘটনায় আইনজীবী শুধু আঘাতই পাননি, বরং তিনি মানসিকভাবে ট্রমার শিকার হয়েছেন। তাঁর আত্মমর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে। সব মিলিয়ে ওই আইনজীবী ১.১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। সেই ভিত্তিতে গুচি-কে নোটিস পাঠিয়েছে উপভোক্তা কমিশন।
