লম্বা বিরতির পর আবার ভারতের টেস্ট জার্সিতে মাঠে নামা—আর ফিরেই বাজিমাত! লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দারুণ অর্ধশতরান করে সকল প্রশ্নের জবাব দিয়ে দিলেন ঋষভ পন্থ।
অধিনায়ক শুভমান গিলের শতরানের দিনেও আলাদা করে আলো কাড়লেন পন্থ। বিশেষ করে ইনিংসের শুরুর সেই শট—বেন স্টোকসকে ডাউন দ্য ট্র্যাক এসে ছক্কা—এক কথায় পন্থ ঘরানার মারের নিখুঁত পরিচয়।
তবে তার পরে তিনি ছিলেন আরও ধীর, আরও সংযত। সাবধানী ব্যাটিংয়ের মাধ্যমে ধাপে ধাপে রান বাড়াতে থাকেন। তৃতীয় সেশনে যখন ইংল্যান্ডের বোলিং কিছুটা আঁটসাঁট, তখন পন্থ ও গিল একসঙ্গে হাল ধরেন। তাদের জুটিতে ৫০ রানের পার্টনারশিপ পেরিয়ে যায় দ্রুতই।
অন্যদিকে, যশস্বী জয়সওয়ালের শতরান ও বিদায়ের পরে ভারত কিছুটা চাপে পড়েছিল। কিন্তু পন্থের ব্যাটে সে চাপ গলে যায়। তিনি ৫০ রান করেন মাত্র ৮৬ বলে, যেখানে ছিল চারটি চার ও একটি ছক্কা।
গিলের শতরান যেমন নতুন নেতৃত্বের বার্তা দেয়, পন্থের ইনিংস তেমনই প্রতিফলন দেয় তার প্রত্যাবর্তনের জেদ আর পরিণত মানসিকতার। চোট-আঘাত, রিহ্যাব পেরিয়ে আবারও মাঠে ফিরে এমন ইনিংস অনেকেই দিতে পারেন না। কিন্তু পন্থ তা করেছেন, স্টাইলেই করেছেন।
এটা শুধু একটা ইনিংস নয়, পন্থের নতুন অধ্যায়ের শুরু। দলের ‘মিডল অর্ডার ফাইটার’ আবারও মাঠে, পুরোনো জার্সিতে, নতুন প্রত্যয়ের সঙ্গে।
