শুভমন গিলের টেস্ট নেতৃত্ব শুরু হল একেবারে স্বপ্নের মতো। ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে প্রথমবার ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নামলেন, আর নামার সঙ্গে সঙ্গেই ঝলসে উঠল তাঁর ব্যাট। মাত্র ৫৬ বলে অর্ধশতরান করে গড়লেন নিজের টেস্ট কেরিয়ারের সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।
এতদিন যাঁরা অধিনায়কত্বের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ৫০ বা তার বেশি রান করেছিলেন, গিল তাঁদের নবম সদস্য। বয়স মাত্র ২৫ বছর ২৮৫ দিন—এই তালিকায় তিনিই এখন সবচেয়ে কনিষ্ঠ।
অন্যদিকে, ওপেনার যশস্বী জয়সওয়ালও অনবদ্য। শতরান পূর্ণ করেছেন। গিল তাঁর সঙ্গী হয়েছেন ৮০-রও বেশি স্ট্রাইক রেট নিয়ে।
দু’জনে মিলে গড়েছেন ১০০ রানেরও বেশি অপরাজিত পার্টনারশিপ, যা প্রথম ইনিংসে ভারতের হোঁচট খাওয়ার পর টিম ইন্ডিয়াকে এনে দিয়েছে স্থিতি।
এর আগে, লোকেশ রাহুল ৭৮ বলে ৪২ রান করে ফিরে যান ব্রায়ডন কার্সের বলে। আর টেস্টে অভিষেককারী সাই সুদর্শন, দুর্ভাগ্যবশত, মাত্র ৪ বল খেলেই বেঞ্জ স্টোকসের শিকার হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন।
লাঞ্চের পর থেকেই ভারতের ব্যাটিং আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী।
এই শুরুটাই হয়তো ভবিষ্যতের এক নতুন ভারতীয় ব্যাটিং যুগের ইঙ্গিত!
