২০২৫ সালের কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার ‘গোডেল প্রাইজ’ জিতলেন বাঙালি বিজ্ঞানী ঈশান চট্টোপাধ্যায়। এই পুরস্কারকে অনেকেই কম্পিউটার সায়েন্সের নোবেল বলে মনে করেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ঈশান, এই পুরস্কার ভাগ করে নিচ্ছেন তাঁর পিএইচডি সুপারভাইজার এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড জুকারম্যানের সঙ্গে।
পুরস্কারটি ঘোষণা করা হয়েছে এই বছরের জুনে, এবং তা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে প্রাগে অনুষ্ঠিতব্য ACM Symposium on Theory of Computing (STOC) সম্মেলনে। পুরস্কারপ্রাপ্ত গবেষণার নাম ‘Explicit Two‑Source Extractors and Resilient Functions’। এই গবেষণায় তাঁরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে কম গুণমানের দুইটি এলোমেলো উৎস(random source) থেকে বিশুদ্ধ র্যান্ডমনেস বা একদম খাঁটি এলোমেলোতা তৈরি করা সম্ভব। এই প্রযুক্তি বর্তমানে সাইবার সিকিউরিটি, সিমুলেশন, ফিনান্স ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঈশান চট্টোপাধ্যায় আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক সম্পন্ন করেন। এরপর পিএইচডি করেন টেক্সাস বিশ্ববিদ্যালয়, অস্টিন থেকে। সেখানেই তিনি জুকারম্যানের সঙ্গে এই যুগান্তকারী গবেষণায় যুক্ত হন।
পুরস্কারপ্রাপ্তির পর ঈশান বলেন, “এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, এটি আমাদের গবেষণার মূল্যায়ন এবং ভবিষ্যতের জন্য এক বিশাল অনুপ্রেরণা।” জুকারম্যান জানান, এই কাজ ভবিষ্যতের অ্যালগরিদম ডিজাইনকে এক নতুন দিশা দেখাবে।
কম্পিউটার সায়েন্সে বাঙালির এই অভাবনীয় সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত গোটা দেশ। বহু বিজ্ঞানী ও শিক্ষাবিদ ঈশানের এই অর্জনকে অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল সম্মানের সঙ্গে তুলনা করছেন।