ইংল্যান্ড সফরের শুরুতেই লিডসের হেডিংলিতে রেকর্ড বইতে নিজের নাম লেখালেন যশস্বী জয়সওয়াল। ম্যাচের প্রথম দিনে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন এই তরুণ বাঁ-হাতি ওপেনার—আর এই সেঞ্চুরিতেই তিনি হলেন হেডিংলির মাঠে শতরান করা প্রথম ভারতীয় বাঁ-হাতি ব্যাটার।
দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমে জয়সওয়াল ও লোকেশ রাহুল গড়েন একটি দৃষ্টিনন্দন ৯১ রানের জুটি। তবে লাঞ্চের ঠিক আগে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
লাঞ্চের পর মেজাজে ফেরেন জয়সওয়াল। প্রথমে অর্ধশতরান এবং তারপর শুবমান গিলের সঙ্গে জুটি গড়ে পূর্ণ করেন ব্যক্তিগত পঞ্চম টেস্ট শতরান। শট নির্বাচন, স্ট্রাইক রোটেশন এবং আত্মবিশ্বাস—সব কিছুতেই ছিল পরিপক্বতার ছাপ।
এই ইনিংসের মাধ্যমে জয়সওয়াল শুধু দলের ভিত গড়লেন না, বরং হেডিংলির ইতিহাসেও নাম লিখিয়ে ফেললেন। লিডসে এখনো পর্যন্ত কোনো ভারতীয় বাঁ-হাতি ব্যাটার শতরান করতে পারেননি—এই নজির এবার ভাঙলেন তিনি।
টেস্ট কেরিয়ারের শুরু থেকেই ধারাবাহিকতা দেখিয়ে যশস্বী বারবার প্রমাণ করেছেন, বড় মঞ্চে খেলার সাহস ও স্কিল—দুটোই তাঁর রয়েছে। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে এই ইনিংস নিঃসন্দেহে ভারতীয় ব্যাটিংয়ের জন্য এক বড় আশা।
এখন নজর থাকবে, এই শতরান কিভাবে ম্যাচের গতি নির্ধারণ করে এবং এই ইনিংসের সুবাদে জয়সওয়াল আর কতটা এগিয়ে যান ভবিষ্যতের ‘ব্যাটিং স্তম্ভ’ হয়ে উঠতে।
