আগামী ৫ অগাস্ট ‘ছাত্র জনতার অভ্যুত্থান দিবস’ পালন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।ওইদিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনূসের সরকার। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ডেইলি স্টার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী উপদেষ্টা ফারুকী বলেন, ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল অনুষ্ঠানগুলো হবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত।এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা।শফিকুল আলম আরও জানান যে ৫ অগাস্টের আগে জুলাই সনদ প্রকাশ করার চেষ্টা করা হবে।
গত বছর ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে শাসন ব্যবস্থায় বদলের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্যে গঠিত ছয়টি কমিশন প্রথমদিকে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদনগুলো সরকারের কাছে জমা দিয়েছে।ঠিক হয় আগামী নির্বাচনের আগে কী কী বিষয়ে ন্যূনতম সংস্কার করতে হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ঠিক করবে সরকার, সেটাই হবে জুলাই সনদ।
সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের আলোচনায় ক্রমেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ প্রবল হচ্ছে। বুধবার ঐকমত্য কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, তার দল চায় না যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন করা হোক। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সংস্কারে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করার দিকে জোর দেওয়া উচিত। খালেদা জিয়ার দলের দাবি সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এরকম কাউন্সিলের কাজ কেমন হবে তা প্রমাণিত নয়। বিএনপির দাবি, সাংবিধানিক ব্যবস্থায় যে কোনও এক্সপেরিমেন্ট হিতে বিপরীত হতে পারে। এর মাধ্যমে সাংবিধানিক পদের নিয়োগ প্রক্রিয়ায় অচলাবস্থা তৈরির আশঙ্কা রয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ছিল দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার চতুর্থ দিন। অথচ প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতি ও সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ (এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন)—এই তিন বিষয়ে বৃহস্পতিবার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে নি।ফলে এই সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রকাশ করা সম্ভব হবে কী না প্রশ্ন উঠছে তা নিয়েই।
Leave a comment
Leave a comment