মাঝ আকাশে হট এয়ার বেলুনে আগুন লেগে বিপত্তি। ঝলসে মৃত্যু অন্তত ৮ জনের। ঘটনায় আহত আরও ১৩ জন। দক্ষিণ ব্রাজিলের সান্টা কাটারিনার অন্যতম জনপ্রিয় পর্যটক এলাকা পারিয়া গ্রেন্ডে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল এবং বিপর্যয় বাহিনী।
জানা যাচ্ছে, ঐতিহ্যবাহী জুন উৎসব চলাকালীন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে ঘটনার সময়ের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা একেবারে শিউরে ওঠার মতো। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মাঝ আকাশে দাউ দাউ করে জ্বলছে হট বেলুনটি। কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উড়তে থাকে। এমনকী বেলুনের পোড়া অংশ বিপদজনক ভাবে মাটিতে নেমে আসতেও দেখা যাচ্ছে সামনে আসা ভিডিওতে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হট বেলুনে ঘটনার সময় ২১ জন পর্যটক ছিলেন। হঠাৎ করেই সেটিতে আগুন ধরে যায়। সান্টা কাটারিনার গভর্নর জর্গিনহো মেল্লো সোশ্যাল মিডিয়া এক্স (আগে-টুইটার) জানিয়েছেন, শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল সবরকম ভাবে সাহায্য করছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একই ভাবে অন্য একটি হট এয়ার বেলুনে আরও একটি দুর্ঘটনা ঘটে। জানা যায়, উড়তে উড়তে সেটি মাটিতে আছড়ে পড়ে। সেই দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়। ঘটনায় আহত হন আরও ১১ জন। সেই রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনার কবলে হট এয়ার বেলুন। বারবার একই ঘটনায় প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা।