বর্তমানে ইজরায়েলের ‘হিটলিস্টে’ রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁকে ইতিমধ্যে নিঃশর্তে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গোপন আস্তানায় বসেই ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লাগাতার রণকৌশল খামেনেই সাজাচ্ছেন বলে খবর। তাহলে কি মৃত্যু ভয় তাঁকেও তাড়া করে বেড়াচ্ছে?
আর সেই আশঙ্কায় তিন উত্তরসূরীকে খামেনেই বেছে নিয়েছেন বলে খবর। যুদ্ধ শুরু হতেই বাঙ্কারে লুকিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে তা কোথায় তা স্পষ্ট নয়। এক্ষেত্রে চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলে খবর। আর সেখানে বসেই তাঁর উত্তরসূরী হিসাবে তিনজনের নাম খামেনেই চূড়ান্ত করেছে বলে দাবি মার্কিন এক সংবাদমাধ্যমের।
শোনা যাচ্ছিল, খামেনেইয়ের পরবর্তী হিসাবে দায়িত্ব নিতে পারেন তাঁর ছেলে মোজতবা। তবে ওই সংবাদমাধ্যমের দাবি, বেছে নেওয়া তিনটি নামের মধ্যে নেই তাঁর নাম। ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ৮৬ বছরের আয়াতোল্লা আলি খামেনেইয়ের আশঙ্কা, ইজরায়েল এবং আমেরিকা তাঁকে হত্যার চেষ্টা করতে পারে। আর সেই আশঙ্কা থেকে আগেভাগেই এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
তবে এহেন সিদ্ধান্ত এখনই কার্যকর হওয়ার কোনও প্রশ্ন নেই বলেই মত। প্রকাশিত খবর অনুযায়ী, এক্ষেত্রে কয়েকটি ধাপ আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে একজনকে বেছে নেওয়া হবে বলেও খবর। অন্যদিকে গত কয়েকদিনে ইজরায়েল ইরানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। মৃত্যু হয়েছে একাধিক সেনা শীর্ষ আধিকারিকের। এমনকী আজ শনিবারও দুই শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সমস্ত খালি পদগুলিতেও সেনা অফিসারদের খামেনে নিযুক্ত করেছেন বলেও মার্কিন ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।