নিম্নচাপের প্রভাবে রাজ্যে ফের বাড়তে চলেছে বৃষ্টির দাপট। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, শনিবার আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক ছিল। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার থেকে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই প্রান্তেই একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এই মুহূর্তে নিম্নচাপটি বিহারের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থান করছে। যদিও তা অনেকটাই দুর্বল। তবে, মৌসুমী অক্ষরেখা ও বর্ষার প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির কোনও বড় সতর্কতা নেই, তবে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে।
রবিবার থেকে ফের শুরু হবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
সোমবার অর্থাৎ ২৩ জুন থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এই জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির ব্যাপকতা অনেকটাই বেশি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দিকেও পরিস্থিতি উদ্বেগজনক। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির তীব্রতা থাকবে।
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ থেকে ৯৫ শতাংশ। আজ সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যেহেতু নিম্নচাপ দুর্বল হলেও মৌসুমী বায়ুর প্রভাব বজায় রয়েছে, তাই সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে যারা বাইরে বেরোচ্ছেন, তাদের ছাতা সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরু থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া দফতর।