হেডিংলেতে টেস্টের দ্বিতীয় দিনে আরও একবার দাপট দেখাল ভারত। প্রথম দিনে শুভমান গিলের অধিনায়কোচিত শতরান আর ঋষভ পন্থের আগ্রাসী ইনিংসে গড়ে ওঠা শক্ত ভিতের ওপর ভর করে ভারত পৌঁছে গেল ৪৭১ রানে। যদিও পন্থ আউট হওয়ার পর দ্বিতীয় দিনে আর ১২ ওভারও টেকেনি বাকি ব্যাটারদের ইনিংস, তবে স্কোরবোর্ডে এই রানই যথেষ্ট আত্মবিশ্বাস জোগাতে পারে সফরকারীদের।
শুভমান গিলের ব্যাট থেকে এসেছিল ১৪৭ রান—অধিনায়ক হিসেবে অভিষেকে শতরান করে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন রেকর্ডবইয়ে। টেস্ট কেরিয়ারে ২০০০ রানের গণ্ডিও টপকে গেলেন এই ম্যাচেই। তবে দিন শেষে বিতর্কও তৈরি হয়েছে—আইসিসির নিয়ম ভেঙে গিল নাকি প্রথম দিনে পরে ছিলেন কালো মোজা। টেস্ট ক্রিকেটে সাদা, ক্রিম বা হালকা ধূসর মোজা বাধ্যতামূলক। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের রিপোর্টের ওপরেই নির্ভর করছে, গিল কোনও শাস্তির মুখে পড়বেন কিনা।
ঋষভ পন্থও দাঁড়িয়ে ছিলেন নিজের দাপটে। প্রথম দিন শেষে ছিলেন ৬৫ রানে, দ্বিতীয় দিন তা রূপ নেয় ১৩৪ রানে—আর তার সঙ্গে ভাঙেন এমএস ধোনির রেকর্ড, ভারতের উইকেটকিপার হিসেবে সর্বাধিক টেস্ট শতরানের মালিক হয়ে ওঠেন তিনি।
বোলিংয়ে শুরুতেই ইংল্যান্ডের শিবিরে আঘাত হানেন যশপ্রীত বুমরাহ। টেস্টের গতিপথ নির্ধারণ করে দিচ্ছে ভারতীয় ব্যাটিং-বোলিংয়ের এই ভারসাম্য। হেডিংলের সবুজ উইকেটে ইংল্যান্ডের জন্য সহজ হবে না এই বিশাল রানের পাহাড় টপকানো।