লিডস টেস্টে এক রুদ্ধশ্বাস দিনে নিজের ব্যাটে ফের ইতিহাস লিখলেন ঋষভ পন্থ। ভারতের উইকেটকিপার ব্যাটার নিজের টেস্ট কেরিয়ারের সপ্তম শতরানটি করে ছুঁয়ে ফেললেন এমন এক উচ্চতা, যা এতদিন ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। আর এই মাইলফলকে পৌঁছে তিনি হয়ে উঠলেন ভারতের হয়ে সর্বাধিক টেস্ট শতরানকারী উইকেটরক্ষক ব্যাটার।
৬৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেন পন্থ। ব্রাইডন কার্সের বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি দিয়ে সূচনা করেন দিনের, যেন হুঁশিয়ারি দিয়েই শুরু—আজ তিনি থামবেন না। তারপর বশির ও কার্সকে চার-ছক্কায় উড়িয়ে পৌঁছে যান নয়ের ঘরে। আর অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত—শোয়েব বশিরকে মিড-উইকেটের ওপারে বিশাল ছক্কা! শতরান স্পর্শ করতেই ভঙ্গিমা ছিল একেবারে পন্থ-সুলভ—চেনা ব্যাকফ্লিপে উৎসব।
এই ইনিংস শুধু শতরান নয়, একটি বার্তা—ঋষভ পন্থ ফিরে এসেছেন, আগের থেকেও পরিণত হয়ে। ধোনির ছয় টেস্ট শতরানকে টপকে তিনি এখন ভারতের শীর্ষ উইকেটকিপার-সেঞ্চুরিয়ান। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, ম্যাট প্রিয়র ও বিজে ওয়াটলিং-এর সঙ্গে এখন একই সারিতে দাঁড়ালেন তিনি—উইকেটরক্ষকদের মধ্যে সর্বাধিক শতরানদাতাদের তালিকায়।
পন্থের ইনিংসের সৌন্দর্য শুধুমাত্র স্ট্রোকপ্লেতে নয়, ছিল ধৈর্যে, গতি বোঝায় এবং কনভার্সন অ্যাবিলিটিতে। দিনের শুরুতে সংযম, মাঝপর্বে আগ্রাসন এবং শেষে পূর্ণতা—সব মিশিয়ে আজ লিডস টেস্টে দেখা গেল এক ‘কমপ্লিট ঋষভ পন্থ’কে।