লিডসের আকাশে তখন ছড়িয়ে পড়েছে ঋষভ পন্থের ব্যাটের ঝলক। ৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন তিনি, আর থামলেন ১৩৪-তে গিয়ে—তাও কীভাবে! শোয়েব বশিরকে মিড উইকেটের ওপারে বিশাল ছক্কা মেরে পূর্ণ করলেন নিজের সপ্তম টেস্ট শতরান, আর ঠিক সেই মুহূর্তেই ধারাভাষ্যে বেজে উঠল কিংবদন্তি সুনীল গাভাসকরের গলা—“Superb, Superb, Superb!”
এ যেন সময়ের চাকা ঘুরে যাওয়ার গল্প।
মাত্র কয়েক মাস আগেই মেলবোর্ন টেস্টে একটি বেপরোয়া শট খেলে আউট হওয়ার পর গাভাসকর কটাক্ষ করেছিলেন পন্থকে—“Stupid, Stupid, Stupid” বলে। আর আজ? পন্থের ব্যাটিং দেখে তাঁর মুখেই ‘সুপারব’ শব্দ তিন বার!
এতটাই ছিল সেই ইনিংসের আবেদন। ১২টি চার, ৬টি ছক্কায় সাজানো ১৩৪ রানের ইনিংসে পন্থ গড়লেন একের পর এক রেকর্ড।
ভারতের উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শতরানের মালিক এখন তিনিই—৭টি শতরান নিয়ে পেছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে (৬টি)। শুধু তাই নয়, উইকেটকিপারদের মধ্যে বিশ্ব ক্রিকেটে এই সংখ্যাটি যৌথভাবে চতুর্থ। কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, ম্যাট প্রিয়র এবং বিজে ওয়াটলিংয়ের সঙ্গে এক সারিতে উঠে এলেন পন্থ।
ছক্কা মারার দিক দিয়েও এগিয়ে গেলেন তিনি। ৭৯টি ছক্কা নিয়ে টেস্টে ধোনিকে (৭৮টি) টপকে গেলেন পন্থ, এখন ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা মারা খেলোয়াড়দের মধ্যে তৃতীয় স্থানে—শুধু রোহিত শর্মা (৮৮) এবং বীরেন্দ্র সেহবাগ (৯১) তাঁর ওপরে।
সেঞ্চুরির পর স্বভাবসিদ্ধ ব্যাকফ্লিপে উদ্যাপন, আর ধারাভাষ্যে গাভাসকরের রেশ ধরেই বলা যায়—এই পন্থ, সত্যিই “সুপারব”!