হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে আর এক নজির গড়লেন যশপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চারটি কঠিন দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এখন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতীয় পেসার।
এই ম্যাচেই বুমরাহ নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪৭তম উইকেটটি শিকার করেন ‘সেনা’ দেশের মাটিতে। এই সংখ্যাটা যথেষ্ট, কারণ এতদিন এই রেকর্ড ছিল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রমের দখলে—১৪৬ উইকেট নিয়ে।
অথচ বুমরাহর টেস্ট অভিষেক খুব বেশিদিন হয়নি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার সাদা পোশাকে নামেন তিনি। তারপর থেকেই ধারাবাহিক ভাবে বিদেশের কঠিন কন্ডিশনে দাপট দেখিয়ে গেছেন এই ডানহাতি পেসার। তাঁর লাইন, লেন্থ, গতি আর ব্যাটসম্যানদের দুর্বলতা বুঝে বল করার ক্ষমতা তাঁকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
এই রেকর্ড শুধুই সংখ্যার খেলাই নয়, বরং ভারতের পেসারদের বিদেশ-বিজয়ের এক জীবন্ত প্রতীক বুমরাহ। যত বল হাতে নিয়েছেন, ততবার প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়েছেন—এটাই ভারতের নতুন যুগের ফাস্ট বোলিং।
ওয়াসিম আক্রমকে পেছনে ফেলে যেভাবে বুমরাহ এই কৃতিত্ব অর্জন করলেন, তা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য এক গর্বের মুহূর্ত। এখন দেখার, তিনি কোথায় গিয়ে থামেন। টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড ৩ উইকেটে ২০৯। ১০০ রানে অপরাজিত ওলি পোপ।
Leave a comment
Leave a comment