আজ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় দিন। ঠিক ১২ বছর আগে, ২০১৩ সালের ২৩ জুন, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। এই উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে স্মৃতি রোমন্থন ও উদযাপন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মাহি তথা এমএস ধোনির একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, এক বন্ধুর জন্মদিনে গিয়ে ধোনি এমন এক মজার কথা বলেন, যা শুনে উপস্থিত সকলেই হেসে রীতিমত গড়াগড়ি খাওয়ায় জোগাড়!
আইপিএলের ব্যস্ত সিজনের পর ধোনি ফিরে গিয়েছেন নিজের শহর রাঁচিতে। অবসর সময়ে কখনও তাঁকে নিজের ফার্মহাউসে মাছ ধরতে দেখা গেছে, তো কখনো বাইক রাইডে বেরিয়ে যাচ্ছেন। তবে গতকাল রাতে ধোনি আচমকাই হাজির হন তাঁর টেনিস কোচ তথা ঘনিষ্ঠ বন্ধু ‘কাকা’-র জন্মদিনে।
ভিডিয়োতে দেখা যায়, বন্ধুটি কেক কাটার পর প্রথম টুকরোটি ধোনিকে খাওয়াতে যান। সেই সময় ধোনি হেসে বলে ওঠেন,“আগে তোমার বউকে খাওয়াও ভাই, তোমাকে তো ঘরেই থাকতে হবে। আমরা তো চলে যাব!” ব্যাস, ধোনির এই মন্তব্যে শুনেই মুহূর্তেই চারপাশে হাসির রোল পড়ে যায়। ধোনির স্বভাবসুলভ রসবোধ এবং সহজ-সরল আচরণ যেন বলে দিল, তিনি কেবল মাঠেই নয়, মঞ্চের বাইরে হাসানোর ক্ষেত্রেও চ্যাম্পিয়ন।
উল্লেখ, আজকের দিনটি আরও একটি কারণে বিশেষ। কারণ, ধোনির অধিনায়কত্বে ভারত ২০১৩ সালে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। সেই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য রবীন্দ্র জাডেজা ম্যাচের নায়ক হন। পুরো টুর্নামেন্টে ৩৬৩ রান করে সেরা খেলোয়াড় হন শিখর ধাওয়ান।
এটা ছিল ধোনির অধীনে ভারতের তৃতীয় বড় আইসিসি জয়। এর আগে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ ট্রফি জয় করেছিল টিম ইন্ডিয়া। তবে আপাতত ধোনির এই ভিডিয়োকে ঘিরে আবেগের জোয়ার বইছে নেটদুনিয়ায়।