লিডস টেস্ট চলাকালীন নিজস্ব বল করার ধরন নিয়ে মুখ খুললেন জসপ্রিত বুমরাহ। তাঁর কথায়, “আমি অ্যান্ডারসনের মতো নই। নিজের স্টাইলেই বল করি।”
তাঁর মতে, “অনেকে আমার অ্যাকশন নিয়ে নানা কথা বলেন। কিন্তু আমি জানি আমার শক্তি কোথায়। নিজের শরীরের মেকানিকস বুঝেই বল করি।”
ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন বুমরাহ। কখনো লেংথে ভিন্নতা, কখনো গতি বা সুইং—সব মিলিয়ে ছন্দে ছিলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, “প্রত্যেকের নিজস্ব ধরন থাকে। সেটাই সবচেয়ে বড় অস্ত্র।”
ভারতের পেস আক্রমণের নেতৃত্বে থাকা বুমরাহ আবারও বুঝিয়ে দিলেন—তিনি শুধু একজন বোলার নন, এক কথায় ম্যাচ চেঞ্জার।