বেন ডাকেট নিজের ষষ্ঠ টেস্ট শতরানটি করলেন এমন এক সময়, যখন তাঁর দলকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ভারতের বিরুদ্ধে লিডস টেস্টের পঞ্চম দিনে ব্যাট হাতে ইংল্যান্ডকে ম্যাচে ফেরালেন তিনি। ৩৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে জ্যাক ক্রলির সঙ্গে গড়ে ফেললেন ১৫০ রানের জুটি, যা ভারতীয় শিবিরে চাপে ফেলতে যথেষ্ট।
ডাকেটের এই শতরানে ছিল ১৪টি বাউন্ডারি। প্রথম ইনিংসে বুমরাহর বলে বোল্ড হয়ে ফিরেছিলেন তিনি। কিন্তু এবার আর ভুল করেননি। বুমরাহ, সিরাজ বিরুদ্ধে আগ্রাসী এবং সচেতন মেজাজে খেলে যান ডাকেট। প্রথম সেশন জুড়ে কোনও ব্রেকথ্রু পায়নি ভারত, দ্বিতীয় ইনিংসেও ডাকেট ও ক্রলির ব্যাটে চাপে পড়ে যায় সফরকারীরা।
এই ম্যাচে ঋষভ পন্থ ছাড়া ডাকেটই একমাত্র ব্যাটার যিনি দুই ইনিংসেই ৫০ রানের বেশি করলেন। প্রথম ইনিংসে ৬২ আর এবার শতরান করে তিনি হয়ে উঠলেন টেস্টের ইতিহাসে ইংল্যান্ডের প্রথম ওপেনার, যিনি চতুর্থ ইনিংসে ১৫ বছর পর শতরান করলেন।
লক্ষ্যের একধাপ কাছাকাছি পৌঁছে ডাকেট এখন ইংল্যান্ডকে জয় এনে দিতে পারবেন কিনা, সেই দিকেই তাকিয়ে আছে ক্রিকেটবিশ্ব।