ইপিএফও গ্রাহকদের জন্য বড় খবর। প্রয়োজনে এবার পিএফ ফান্ড থেকে নেওয়া যাবে অগ্রিম। আর এজন্য বেশি সময় অপেক্ষাও করতে হবে না গ্রাহকদের। শুধু তাই নয়, এক্ষেত্রে বাড়ানো হয়েছে লিমিটও। সেই অনুযায়ী অটো সেটেলমেন্টের লিমিট ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ করার সিদ্ধান্ত সরকারের। এতে সরাসরি পিএফ গ্রাহকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী মনসুখ মান্ডব্য।
করোনার সময় থেকে শুরু হয় এই সুবিধা
করোনা অতিমারির সময় থেকে অ্যাডভান্সড ক্লেমের জন্য অটো সেটেলমেন্টের সিস্টেম শুরু হয় ইপিএফে। যাতে পিএফভোগীরা সরাসরি ফান্ড পেতে পারেন। প্রথমে এই লিমিট এক লাখ টাকা ছিল। কিন্তু এখন থেকে তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার কথা জানানো হয়েছে। এক্ষেত্রে হঠাৎ টাকার প্রয়োজন হলে ভোক্তারা এই সিদ্ধান্তে উপকৃত হবেন। এমনকী দ্রুত পেয়ে যাবেন টাকাও।
এক বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্যর জানিয়েছেন, অটো-সেটেলমেন্টের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে মোট ২.৩২ কোটি নিষ্পত্তি করা হয়েছে। তাঁর কথায়, সদস্যদের আবেদনের তিনদিনের মধ্যেই অটো-সেটেলমেন্টের মাধ্যমে টাকা দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে সদস্যদের উপকৃত হবে বলে মত।
অন্যদিকে ইপিএফও’র নয়া রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ১৯.১৪ লক্ষ নতুন সদস্য যোগ হয়েছে পিএফে। শুধু তাই নয়, প্রকাশিত খবর অনুযায়ী, গত মার্চ মাসের তুলনায় ৩১.৩১ শতাংশ বৃদ্ধি এবং গত বছরের ২০২৪ সালের এপ্রিলের তুলনায় ১.১৭ শতাংশ বেশি বলে জানানো হয়েছে প্রভিডেন্ট ফান্ডের তরফে। এক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের বেশি যুব নয়া পিএফ তালিকায় যুক্ত হয়েছে বলেও ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গিয়েছে।