বাংলার সিলিকন ভ্যালি নিয়ে বড় খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে আরও একটি নতুন অফিস খুলতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস। অফিস ক্যাম্পাসের ফেজ ওয়ান বিল্ডিংয়ের অনুমোদন দিল ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ তথা এনকেডিএ। এমনটাই সোশ্যাল মিডিয়া এক্সে (আগে-টুইটার) জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৯ লক্ষ স্কোয়ার ফিট জায়গা জুড়ে একটি ক্যাম্পাস তৈরি হবে। যাতে থাকবে ১১ তলার একটি অফিস টাওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, দেশের বৃহৎ এই তথ্যপ্রযুক্তি সংস্থায় এই পর্যায়ে প্রায় পাঁচ হাজার কর্মসংস্থান হবে। এখানেই শেষ নয়, তাঁর কথায়, দ্বিতীয় পর্যায়ে ১৫ লাখ স্কোয়ার ফুট জায়গা জুড়ে আরও একটি ক্যাম্পাস তৈরি করবে টিসিএস। সেখানে প্রায় ২০ হাজার কর্মসংস্থান হবে বলে এক্স মাধ্যমে আশা প্রকাশ প্রশাসনিক প্রধানের।
তাঁর আরও দাবি, পুরো কাজ শেষ হলে ২৫ হাজার কর্মসংস্থান হবে।
টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেসের বিপুল এই বিনিয়োগে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, গত কয়েক বছরে ‘বেঙ্গল সিলিকন ভ্যালি’তে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা বিনিয়োগের কথা জানিয়েছে। তালিকায় আছে রিলায়েন্স জিও-ও।
তৈরি হবে মেগা ক্যাম্পাস। এছাড়াও এআই ডেটা সেন্টারও তৈরি হওয়ার কথা আছে। বিশাল এই কর্মকাণ্ড এবং টিসিএসের নয়া ভবনের কথা উল্লেখ করে বিজেপি সহ বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।
তিনি লিখছেন, বাংলা মানেই ব্যবসা। যারা বাংলার প্রতি অবিরাম কুৎসা করে চলেছেন, তাঁদের কাছে এটা আমাদের কর্মদক্ষতার নজির বলে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের।