ইতিহাস গড়ার পথে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার দুপুর ১২টা ১ মিনিটে মহাকাশ যাত্রা করবেন তিনি। এক বছর আগে তাঁকে গগনযান মিশনের জন্য মহাকাশচারী হিসাবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণার পর প্রথম বারের মতো তিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন। চার দশক আগে রাকেশ শর্মা শেষবার ভারতের প্রতিনিধি হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তার পর, লখনউয়ের শুভাংশু অংশ নিচ্ছেন নাসার ‘অ্যাক্সিওম ৪’ মিশনে। এই মিশনে আরও রয়েছেন আমেরিকা, পোল্যান্ড ও হাঙ্গেরির মহাকাশচারীরা।
একটি বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিয়ম স্পেস-এর পরিকল্পিত একটি মিশন এটি। এই মিশনের লক্ষ্য ভবিষ্যতে একটি নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করা। শুভাংশু শুক্লা থাকবেন এই মিশনের পাইলট হিসেবে। তাঁদের যাত্রা শুরু হবে স্পেসএক্স-এর ড্রাগন মহাকাশযানে। আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে এই মহাকাশযান উৎক্ষেপণ হবে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে।
ড্রাগন যানটি উৎক্ষেপণের পর প্রায় ২৮ ঘণ্টা সময় নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ, ২৬ জুন বিকেল ৪টা ৩০ মিনিটে ডকিং সম্পন্ন হবে। এই মিশনের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন।
এই ১৪ দিনের মহাকাশ অভিযানে সাতটি ভারতীয় বৈজ্ঞানিক গবেষণার দায়িত্বে থাকবেন শুভাংশু শুক্লা। এই মিশনের মাধ্যমে ভারতের গগনযান প্রকল্পের জন্য বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যাবে। শুভাংশু শুক্লা মহাকাশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন বলেও জানানো হয়েছে। উৎক্ষেপণের আগেই তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “এই মিশন ভারতের জন্য এক বড় পদক্ষেপ। আমি চাই দেশ প্রার্থনা করুক সফলতার জন্য। তারাগুলিও ধরা যায়, যদি চেষ্টা করা যায়।”
ভারতীয় বায়ুসেনার পরীক্ষামূলক পাইলট, যুদ্ধ প্রশিক্ষক এবং আজকের মহাকাশচারী শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা দেশের গর্ব ও প্রেরণার উৎস হয়ে উঠেছে। গোটা দেশ এখন অপেক্ষায় রয়েছে তাঁর সফল উৎক্ষেপণ ও ফিরে আসার জন্য।