হেডিংলি টেস্টে ভারতীয় দলের দুর্বল ফিল্ডিং রীতিমতো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি ক্যাচ ফেলে দিয়েছে ভারত, যার মধ্যে যশস্বী জয়সওয়াল একাই চারটি ক্যাচ হাতছাড়া করেন। এমন এক সময়, যখন ইংল্যান্ড রান চেজে প্রবল গতিতে এগোচ্ছে, তখন এই ধরনের ভুলের মাশুল দিতে হচ্ছে ভারতীয় দলকে।
ডাকেট, পোপ, বেয়ারস্টো—যাঁরা সবাই রান তুলেছেন বড় স্কেলে, তাঁদের প্রত্যেকেরই একাধিকবার জীবন দিয়েছেন ভারতীয় ফিল্ডাররা। মাঠে সিরাজ, বুমরাহদের ক্ষোভ, আর বাইরে গম্ভীরের মতো প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা—সব মিলিয়ে ভারতীয় ফিল্ডিং এখন প্রশ্নের মুখে।
যশস্বীর একের পর এক ভুল, ভারতীয় ড্রেসিংরুমে চিন্তার ভাঁজ ফেলেছে। এমন টেস্ট যেখানে প্রতিটা মুহূর্ত দামি, সেখানে এতগুলো সুযোগ হারালে ম্যাচ জেতা তো দূরের কথা, লড়াই করাটাও কঠিন হয়ে পড়ে।
হেডিংলির ক্যাচ-ভুল ভারতীয় দলের জন্য শুধুই পরিসংখ্যান নয়, এটা ভবিষ্যতের সতর্কবার্তা।