ক্রমেই কী বাংলাদেশে অন্তর্বর্তী মুহাম্মদ ইউনূস সরকারের উপর থেকে আস্থা হারাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল? শেখ হাসিনার জামানার পর সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে সংস্কারের পথে হেঁটেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।প্রথম আলোর খবর অনুযায়ী কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এই অবস্থায় গণভোট করার জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী বা বাংলাদেশ জামাত। সোমবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের বৈঠকে এই তথ্য তুলে ধরার কথা সাংবাদিকদের জানানো হয়।
বাংলাদেশে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একই ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দুবারের বেশি না রাখা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নতুন ভোটার তালিকা তৈরি করে তাতে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইত্যাদি রয়েছে। এক ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন প্রস্তাবে বিএনপিসহ তিনটি দলের আপত্তি থাকায় এ বিষয়ে ঐকমত্য হয়নি। রবিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক মেলে নি কোনও রফাসূত্র।
এমন অবস্থায় শুধু গণভোটই নয় রাজনৈতিক ঐক্য রেখে সুষ্ঠু নির্বাচন কী ভাবে সম্ভব হবে তা নিয়ে চিন্তিত জামায়াতে শিবির। এজন্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রসঙ্ঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ১৯৯১ সাল থেকে রাষ্ট্রসঙ্ঘ ১১৫টিরও বেশি দেশে নির্বাচনী সাহায্য করেছে। এই তালিকায় রয়েছে অ্যাঙ্গোলা, কম্বোডিয়া, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এল সালভাদর, হাইতি, কসোভো, লাইবেরিয়া, মোজাম্বিক, নামিবিয়া, সিয়েরা লিওন, তিমোর-লেস্তে, আফগানিস্তান এবং ইরাকের মতো দেশ। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চাইলে সেই তালিকায় যুক্ত হতে পারে বাংলাদেশও।
আসন্ন নির্বাচনের আনুষঙ্গিক খরচ মেটাতে কানাডাসহ উন্নয়নে অংশীদার দেশগুলোর কাছে আর্থিক অনুদানের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং –এর সঙ্গে সৌজন্য বৈঠকে কানাডাকে এই আহ্বান জানায় জামায়াত।
……………………………