২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ধরার দাবি করেছিলেন পাক সেনাবাহিনীর মেজর মোয়েজ আব্বাস শাহ। সেই মেজরের মৃত্যু হল এনকাউন্টারে। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-র সঙ্গে গুলির লড়াইয়ে মেজর মোয়েজের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
চাকওয়ালের বাসিন্দা ৩৭ বছরের মেজর মোয়েজ কর্মরত ছিলেন পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি-তে। সূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেজর মোয়েজ একটি অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। পাকিস্তানের সেনার তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মেজর মোয়েজের। টিটিপির মোকাবিলা করতে গিয়ে মৃত্যু হয়েছে ল্যান্সনায়েক জিবরানুল্লাহেরও। পাক সেনার অভিযানে টিটিপিরও ১১ জনের মৃত্যু হয়েছে।
এক সময় পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিত টিটিপি। তাদের দেখভালের দায়িত্ব ছিল পাকিস্তানের উপর। কিন্তু বর্তমানে সমীকরণ বদলে গিয়েছে। পাক নাগরিকদের পাশাপাশি পাক সেনাকেও নিশানা বানাচ্ছে টিটিপি। ইদানীং প্রায় রোজ পাক সেনার সঙ্গে টিটিপির সংঘর্ষের খবর শোনা যায়। পাক সেনা সূত্রে খবর, গোপন সোর্স মারফত মেজর মোয়েজ খবর পান, সরগোধায় টিটিপি সন্ত্রাসবাদীরা জড়ো হয়েছে। টিম নিয়ে অকুস্থলে পৌঁছে যান মেজর মোয়েজ। শুরু হয় জঙ্গিদের সঙ্গে পাক সেনার এসএসজির গুলির লড়াই। টিটিপি জঙ্গিদের তিন দিক থেকে ঘিরে ধরে এগোতে থাকে মেজর মোয়েজের টিম। সেই সময় মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে আটকে পড়া জঙ্গিরা। একটি গুলি সোজা এসে বেঁধে মেজর মোয়েজের কাঁধের কাছে। তিনি পড়ে যান। তখন আরও দুটি গুলি লাগে তাঁর। মেজর মোয়েজকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন ল্যান্সনায়েক জিবরানুল্লাহ। কিন্তু তিনিও গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক তৎপরতা চরমে ওঠে। পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারত। তছনছ করে দেওয়া হয় পাকিস্তানে জঙ্গিদের আঁতুড়ঘর। সেই সময় একটি মিগ ২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে বোমা ফেলতে গিয়েছিলেন ওইং কমান্ডার অভিনন্দন। কিন্তু তাঁর বিমানকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ধ্বংস হয় বিমান, প্যারাসুটে করে পাক ভূখণ্ডে নামেন অভিনন্দন। পাকিস্তানের দাবি ছিল, সেই সময় অভিনন্দনকে ধরে ফেলেন মেজর মোয়েজ। তখন, পাকিস্তান জুড়ে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন মেজর মোয়েজ। অফিসার হিসেবেও তাঁর খ্যাতি ছিল। বড় অভিযান সফল ভাবে নেতৃত্ব দেওয়ার গুণ ছিল তাঁর। সেই সেনা আধিকারিকেরই মৃত্যু হল জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে।
Leave a comment
Leave a comment