৪০ বছর আগে মহাকাশে পা রাখেন রাকেশ শর্মা। এবার তৈরি হল আরও এক ইতিহাস। মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা। SpaceX Dragon-এ চেপে তিনি এবং তাঁর তিন অভিযাত্রীর গন্তব্য আন্তর্জাতিক স্পেস স্টেশন। একেবারে ঐতিহাসিক এক মুহূর্ত। অপেক্ষা ছিল আরও রোমাঞ্চের! মহাকাশে পৌঁছেই ভারতবাসীর জন্য শুভাংশু দিলেন বিশেষ বার্তা।
বলে রাখা প্রয়োজন, মহাকাশ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন রাকেশ শর্মা। মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগছে তা জানতে চান ইন্দিরা। উত্তরে রাকেশ জানিয়েছিলেন, ‘সারে জাঁহা সে আচ্ছা!’ একই ভাবে এদিন মহাকাশ থেকে বার্তা দিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। বিশেষ যানে বসেই তা দিলেন তিনি।
শুভাংশু বলেন, ”নমস্কার, আমার প্রিয় ভারতবাসী। ৪১ বছর পর আমরা আবারও মহাকাশে। পৃথিবীর চারিদিকে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে ঘুরছি আমরা’। এই যাত্রাকে রোমহর্ষক উল্লেখ করে ভারতীয় এই মহাকাশচারী আরও বলছেন, “আমার কাঁধে থাকা তেরঙ্গা মনে করিয়ে দেয়, আমি তোমাদের সঙ্গেই আছি। এই মিশন শুধুমাত্র আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছনই নয়, আরও এক বৃহত্তর পথ খুলে দিচ্ছে।
শুধু তাই নয়, আমার এই যাত্রা ভারতের মহাকাশ যাত্রার দিগন্তকে খুলে দিচ্ছে”। ভারতীয়দের উদ্দেশ্যে বার্তা, আপনারা সবাই এই যাত্রার অংশ। সবার বুক গর্বে ভরে উঠুক। সর্বশেষে মহাকাশ থেকে জয় হিন্দ, জয় ভারত বার্তাও দেন শুভাংশু।
অন্যদিকে এই অভিযানের দিকে কড়া নজর রাখছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখছেন, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় হতে চলেছেন। প্রধানমন্ত্রীর কথায়, শুভাংশু তাঁর সঙ্গে ১.৪ বিলিয়ন ভারতীয়ের ইচ্ছা, আশা এবং আকাঙ্ক্ষা বহন করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাফল্যও কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
