সাইবার সতর্কতা নিয়ে অমিতাভ বচ্চনের কন্ঠে কলার টিউন আর শোনা যাবে না। আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে অমিতাভ বচ্চনের কণ্ঠে সাইবার অপরাধ নিয়ে সতর্কতামূলক কলার টিউন। কেন্দ্রীয় সরকারের সাইবার জালিয়াতি প্রতিরোধ প্রচারের অংশ হিসেবে এই রেকর্ড করা গমগমে গলার বার্তাটি ফোন করলেই শোনা যেত। সরকারি সূত্রে জানা গেছে, এই সচেতনতামূলক প্রচার অভিযান শেষ হয়েছে। আর সেই কারণে বৃহস্পতিবার থেকে অমিতাভের গলাও আর শোনা যাবে না। তবে অনেকেই অভিযোগ করছিলেন, জরুরি পরিস্থিতিতে ফোন করার সময় এই কলার টিউনটি বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। ফলে সরাসরি যোগাযোগে সমস্যা হচ্ছিল। সম্প্রতি এই কলার টিউন নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হন অমিতাভ বচ্চন। তিনি একটি পোস্টে লেখেন, “জি হুজুর, আমি-ও এক ভক্ত। তো??” একজন ব্যবহারকারী উত্তরে লেখেন, “তো ফোনে বলা বন্ধ করুন ভাই।” এর জবাবে অমিতাভ বলেন, “সরকার যা বলেছে, আমি তাই করেছি।”
আরও একজন অমিতাভের বয়স নিয়ে কটাক্ষ করলে, বিগ বি বলেন, “একদিন আপনিও বুড়ো হবেন। তবে আমাদের এখানে একটা প্রবাদ আছে, ‘যিনি বয়সে বড়, তিনি অভিজ্ঞতায় পাকা’।”এর আগেও করোনা সতর্কতা নিয়ে তাঁর কণ্ঠে একটি কলার টিউন নিয়ে বিতর্ক হয়েছিল। তখন দিল্লি হাই কোর্টে তাঁর কণ্ঠ সরাতে জনস্বার্থ মামলা দায়ের হয়। কারণ তিনিও এবং তাঁর পরিবারও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে, বহুদিন ধরে চলা এই বিতর্কিত কলার টিউনের অবসান। ফোন করলে আর শোনা যাবে না অমিতাভের গমগমে গলা।
Leave a comment
Leave a comment
