ইতিহাস গড়লেন শুভাংশু। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টে বেজে ১ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অ্যাক্সিয়ম-৪ অভিযানে সফলভাবে ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুখবর জানায় স্পেস এক্স।
৪১ বছর পর ফের মহাকাশে ভারতীয়। ১৯৮৪ সালে রাশিয়ার মহাকাশযানে চেপে অন্তরীক্ষে পৌঁছেছিলেন ভারতীয় নভশ্চর রাকেশ শর্মা। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছলেন শুভাংশু। কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনে তিনিই প্রথম ভারতীয় হিসেবে পা রাখলেন। বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছিল ডকিং প্রক্রিয়া। দুপুর ৩টে থেকেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্সের মহাকাশযান স্পষ্ট দেখা যাচ্ছিল বলে জানা গিয়েছে।
নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হয় অ্যাক্সিয়াম-৪ ড্রাগন মহাকাশযান। দীর্ঘ ২৮ ঘণ্টার যাত্রা শেষে মসৃণভাবে সম্পন্ন হয় ডকিং প্রক্রিয়া। অ্যাক্সিয়ম-৪ অভিযানে শুভাংশুর সঙ্গে রয়েছেন আরও তিন নভশ্চর। তবে অভিযানের পাইলটের ভূমিকা পালন করছেন শুভাংশুই। শুভাংশুর সঙ্গে রয়েছেন NASA-র প্রাক্তন নভোচারী এবং এই মিশনের কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের মিশন স্পেশালিস্ট স্লোজ উয়ানোভস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর ক্যাপও।
উল্লেখযোগ্যভাবে, পোল্যান্ড ও হাঙ্গেরির ক্ষেত্রেও এই প্রথম সেদেশের কোনও মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখলেন। প্রায় ৪১৮ কিমি উচ্চ অক্ষাংশে ঘণ্টায় ১৭ হাজার কিলোমিটার গতিবেগে মহাকাশে পাড়ি দিয়েছিল মহাকাশযানটি। পথিমধ্যে কোনও গোলমাল হয়নি। অবশেষে নাসার নির্ধারিত সময় মেনেই ডকিং সম্পন্ন হয়। একইসঙ্গে শুভাংশুর হাত ধরে ইতিহাস গড়ে ফেলল ভারত।