বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে শুক্রবার আপত্তি জানাল বাংলাদেশ জামায়াতে ইসলামী।একদিন আগেই এই দিবস পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় তিন নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর ফেসবুকে ভেরিফাইড আইডিতে এক পোস্টে লিখেছেন ৮ নয় ৫ই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।
গত বছর বাংলাদেশে গড়ে ওঠা জুলাই আন্দোলনের জেরেই ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পতনের পর তিনদিনের মাথায় ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মুহাম্মদ ইউনুস। ঘটনাবহুল ৫ অগাস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন ৮ অগাস্টকে ঘোষণা করা হয়েছে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে।
‘নতুন বাংলাদেশ দিবস’ এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।কোনও ব্যক্তির শপথ গ্রহণের দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করাটা ঠিক কাজ নয় বলে আপত্তি তুলেছেন অনেকে। একে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে রাজনৈতিক দলগুলির একাংশ। প্রথম আলোর খবর অনুযায়ী বৃহস্পতিবার বিকেলেই ফেসবুকে এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র–জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’
ফেসবুকে পোস্টে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন লেখেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।তবে একসময় ইউনূসের সমর্থকদের মধ্যে প্রথম সারিতে থাকা এনসিপিই শুধু নয়, প্রতিবাদে সরব হয়ে ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
হাসিনা সরকারের পতনের পর মানুষের মনোনয়নে ক্ষমতার চেয়ারে বসলেও ঐক্যমত্য কমিশনে তাঁর সংস্কার কর্মসূচীতে সহমতই নেই অনেক রাজনৈতিক দলের।দ্রুত নির্বাচন না করানো থেকে নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। নানা কারণে আলগা হচ্ছে মুহাম্মদ ইউনূসের পায়ের তলার মাটি।
Leave a comment
Leave a comment