সল্টলেকের বাসিন্দা বাংলা ছবির এক প্রযোজককে গোয়ায় অপহরণ এবং মারধোর করে টাকা আদায়ের অভিযোগে অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং তাঁর অভিনেতা স্বামী কুণাল ভার্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার এমনই জানিয়েছে গোয়া পুলিশ।
গোয়া পুলিশ সূত্রে খবর, বিধাননগর কমিশনারেট তাদের একটি জিরো এফআইআর পাঠায়। সেটি দায়ের করেছেন বাংলা ছবির প্রযোজক শ্যামসুন্দর দের স্ত্রী মালবিকা। গোয়ার কালাঙ্গুটে থানায় এর পর এফআইআর রুজু হয়। বৃহস্পতিবার শুরু হয় তদন্ত। পুলিশ জানিয়েছে, মালবিকা অভিযোগপত্রে লিখেছেন, গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত অভিযুক্ত পূজা এবং কুণাল তাঁর স্বামী শ্যামসুন্দরকে জোর করে অপহরণ করে রেখেছিল। শ্যামসুন্দর সেই সময় একটি ভাড়ার গাড়ি নিয়ে গোয়ায় ঘুরছিলেন। এফআইআরে বলা হয়েছে, অভিযুক্তরা অভিযোগকারিণীর স্বামীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২৩ লক্ষ টাকা আদায় করে নিয়েছে। তাঁর স্ত্রীর দাবি, এই গোটা সময় ধরে একাধিক অজ্ঞাত জায়গায় ঘোরানো হয় শ্যামসুন্দরকে।
গোয়া পুলিশ জানিয়েছে, গত ১২ জুন বিধাননগর পুলিশ কমিশনারেটে জিরো এফআইআর দায়ের হয়। বৃহস্পতিবার সেই এফআইআর হাতে পান গোয়া পুলিশের কর্তারা। ক্যালাঙ্গুটে থানায় অভিযোগ নথিভুক্তির পর এফআইআর করে তদন্তে নামে গোয়া পুলিশ।
এ দিকে অপহরণের অভিযোগ নিয়ে যখন তোলপাড় তখন মুখ খুলেছেন পূজাও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় যারা পাশে আছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। খুব সম্প্রতি, একটি ভিডিয়ো বার্তায় পূজা এবং তাঁর স্বামী কুণাল জানিয়েছিলেন, আর্থিক ভাবে তাঁরা সর্বস্বান্ত। সে বারও পাশে থাকার কথা বলেছিলেন।
