‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা ২৭ জুন, শুক্রবার রাতে মুম্বইয়ে প্রয়াত হন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের এক কর্মী। শেফালির সঙ্গে তাঁর স্বামী পরাগ ত্যাগী ও আরও তিনজন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২।
মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি এবং পরিবারের তরফ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। শেফালি জরিওয়ালা ২০০০-এর দশকে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে সাহসী ও নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় অভিনয় করেন এবং জনপ্রিয় রিয়্যালিটি শো ‘নচ বলিয়ে’ ও ‘বিগ বস ১৩’-এ অংশ নেন। তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব, স্পষ্টবাদিতা এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা তাঁকে দর্শকের কাছে আলাদা করে তুলেছিল।
শেফালি কেবল বিনোদনের জগতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি মানসিক স্বাস্থ্য ও নারীদের ক্ষমতায়ন নিয়েও সোচ্চার ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা তাঁকে “ভয়হীন ও প্রাণবন্ত শিল্পী” হিসেবে স্মরণ করছেন।