কসবাকাণ্ডে পুলিশি তদন্তেই আস্থা দেখালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সাউথ ক্যালকাটা ল’ কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তে সায় নেই বিজেপি নেত্রীর। শনিবার সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন অগ্নিমিত্রা। রাজ্যে খুন-ধর্ষণের বিগত ঘটনাগুলিতে বারবার সিবিআই তদন্ত দাবি করে এসেছে বিজেপি। গত বছর আরজি করে অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে সিবিআই। এমতাবস্থায় কসবাকাণ্ডে সিবিআইতে আস্থা দেখাচ্ছেন না বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা।
দিনকয়েক আগেই অপর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকেও আরজি করকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন রাখতে দেখা গিয়েছিল। রাজ্য পুলিশের তদন্তে স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বারবারই সিবিআইয়ের মুখাপেক্ষী হতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। তবে এবার কার্যত উলটপুরাণ। এদিন অগ্নিমিত্রা বলেন, “‘আমরা সিবিআই চাই না। আমরা চাই এই তদন্ত পুলিশই করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যার মাইনে হয় আপনার-আমার করের টাকায়, আপনারা তদন্ত করবেন। সত্যিটা সামনে আসুক।”
পুলিশি তদন্তে আস্থা মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি বিধায়ক। খানিক পরেই অগ্নিমিত্রা বলেন,”কেন সবসময় সিবিআই চাইব? রাজ্য পুলিশকে মাইনে দিয়ে রাখা হয়েছে। তাদের কাজ কী? তারাই এর তদন্ত করে আসল ঘটনা প্রকাশ্যে আনুক।” পরে সন্ধেয় ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, “আরজি কর ধর্ষণ- হত্যার ঘটনায় সমস্ত প্রমাণ নষ্ট করেছে মমতার পুলিশ। তারপর দায় এড়াতে সিবিআই এর হাতে তদন্তের ভার তুলে দেয়। এবার, আর তা হবে না মাননীয়া, আপনাকে এবার পালাতে দেব না। আপনার ব্যর্থতার দায় আপনাকেই নিতে হবে।”
দলের নয়, এটি তাঁর ব্যক্তিগত মত উল্লেখ করলেন অগ্নিমিত্রা। যদিও বিধায়কের মন্তব্যে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। অগ্নিমিত্রা আরও বলেন, “আপনার পুলিশ প্রশাসনকে আপনি কয়লা, বালি, গরু থেকে টাকা তোলার যন্ত্র পরিণত করেছেন। মনে রাখবেন তাদের বেতন কিন্ত সাধারণ মানুষের করের টাকাতেই হয়। আপনার ব্যক্তিগত টাকায় নয়। পশ্চিমবঙ্গের প্রতিটি ধর্ষণ, প্রতিটি অপরাধ সম্পর্কে আপনি অবগত। আপনার দৌলতে এই রাজ্যটা আজকে নারীদের জন্য বিভীষিকায় পরিণত হয়েছে।”