কসবার ল’ কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডে তদন্তে উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ মোড়। ইতিমধ্যেই নির্যাতিতার মা ও বাবার গোপন জবানবন্দি নিতে চেয়ে আলিপুর আদালতে আবেদন করেছে কলকাতা পুলিশ। শনিবার এই সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে। এর জন্য অনুমতিও দিয়েছে আদালত। শীঘ্রই দিন ধার্য করা হবে এই গোপন জবানবন্দি নেওয়ার এবং বিচারক-এর উপস্থিতিতে গোপন জবানবন্দি রেকর্ড করা হবে। এর আগে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পরিবারের কাছ থেকেও ঘটনার আগে-পরে নানা প্রাসঙ্গিক তথ্য পাওয়া যেতে পারে, যা তদন্তে সহায়ক হবে।
অন্যদিকে, তদন্তে নতুন মাত্রা এনেছে ঘটনার দিন কলেজ চত্বরের সিসিটিভি ফুটেজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছ, “নির্যাতিতা মেন গেট দিয়ে বেরোতে চাইলে দুই ছাত্র তাঁকে আটকায়। এরপর তাঁকে জোর করে কলেজের নিরাপত্তারক্ষীর ঘরের দিকে নিয়ে যাওয়া হয়।” এই ফুটেজ নির্যাতিতার বয়ানের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যাচ্ছে, যা মামলার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
ফুটেজ ও জবানবন্দি মিলিয়ে ঘটনার সময় কলেজে কারা কারা ছিল, কার কী ভূমিকা ছিল, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, কলেজের নিরাপত্তারক্ষীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, নির্যাতিতা তাঁর কাছে সাহায্য চেয়েও পাননি। শনিবার নিরাপত্তা রক্ষী সহ চার অভিযুক্তকেই ১ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।