সুদীপ্ত চট্টোপাধ্যায়: এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন ভট্টাচার্য। বর্তমানে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সৃজন এর আগে এসএফআই-এর রাজ্য সম্পাদক ছিলেন। কেরলের কোঝিকোঢ়ে-র সৈকতে অনুষ্ঠিত সিপিআইএম এর সর্বভারতীয় ছাত্র সংগঠনের অষ্টাদশতম সাধারণ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলকাতার সৃজন ভট্টাচার্য।
সর্বভারতীয় সভাপতি হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। এস এফ আই এ সর্বভারতীয় সংগঠনের বিদায় কমিটির রাশও ছিল বাংলা ও কেরলের হাতেই। সর্বভারতীয় সংগঠনের বিদায়ী সভাপতি ছিলেন কেরলের ভি পি শানু এবং সাধারণ সম্পাদক ছিলেন বাংলার ময়ূখ বিশ্বাস। কোঝিকোঢ়ের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএমের সর্বভারতীয় নেতৃত্বরাও।
দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার বর্তমান হাল এবং ছাত্র রাজনীতি এই বিষয়ের উপরে বিশেষ আলোচনা বা অধিবেশন অনুষ্ঠিত হয় যেখানে বক্তা হিসেবে ছিলেন রাজ্যের বামফ্রন্ট চেয়ারম্যান তথা এসএফআই-এর প্রাক্তন সর্বভারতীয় নেতা বিমান বসু, এম এ বেবি, প্রকাশ কারাত, নীলোৎপল বসু ও অন্যান্যরা। উল্লেখযোগ্য, আগামীকাল বিমান বসুর নেতৃত্বে কালীগঞ্জ সফরে যাবে বামফ্রন্টের একটি বিশেষ প্রতিনিধিদল।
এই বিশেষ প্রতিনিধি দলে থাকতে পারেন শব্দ নির্বাচিত এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। উল্লেখযোগ্য, ২০২৪ এর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সৃজন। যদিও প্রচার পড়বে বিশেষ সাড়া জাগিয়েও নির্বাচনী ফলাফলে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি।