দিনের পর দিন আইডি কার্ড চেক না করে বহিরাগতদের কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হত। একজন সিকিওরিটি গার্ড থাকলেও নিজের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতেন না। এই মর্মে অভিযোগ জানিয়ে নিজেদের কলেজেই নিরাপত্তার অভাব বোধ করে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের মহিলা আইন পড়ুয়ারাই।
আজ নিজেদের কলেজে প্রথম বর্ষের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন দেন তাঁরা। তাঁদের বক্তব্য, “কলেজে এ ধরনের ঘটনায় আমরা হতবাক, ক্ষুব্ধ এবং গভীরভাবে ব্যথিত। আমরা নিজেরাই এই ঘটনায় নিজেদের নিয়ে চিন্তিত। কলেজের ভিতরে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা ভয়াবহ এবং এটা কখনওই গ্রহণযোগ্য নয়।”
মূলত, যে কলেজের মহিলা পড়ুয়ারা সরব হয়ে ডেপুটেশন দিয়েছেন তা হল–
১. অভিযুক্তদের অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে তা বর্তমান শিক্ষার্থীদের জানাতে হবে।
২. কলেজের সব ছাত্রছাত্রীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য যৌন হয়রানি সেল গঠন করতে হবে
৩. কলেজে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসাতে হবে । ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে সমস্ত সাধারণ এলাকা, করিডোরে ২৪×৭ সিসি ক্যামেরা বসাতে হবে।
৪. ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীদের কমপক্ষে ৩০% মহিলা হতে হবে এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার মামলা পরিচালনার জন্য সংবেদনশীল হতে হবে।
৫. ক্যাম্পাসের মূল গেটে একজন সিকিউরিটি গার্ড যিনি আইডি কার্ড চেক না করে বাইরের লোকেদের ঢোকায়। এই অবস্থা বন্ধ করতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৬. বিকাল ৪টার পর কোনো শিক্ষার্থীকে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং সকল শিক্ষার্থীকে বিকাল ৪টার মধ্যে কলেজ প্রাঙ্গণ ত্যাগ করতে হবে।
৭. কলেজে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করতে হবে। যা সকল মহিলা শিক্ষার্থীরা যাতে সহজে ব্যবহার করতে পারে সেদিকে নজর রাখতে হবে।
পড়ুয়াদের আরও অভিযোগ, এই কলেজে পড়াশোনাটাই গৌণ হযে দাঁড়িয়েছে। উপযুক্ত সেমিনার হয় না। এটা কেন হবে? প্রশ্ন পড়ুয়াদের। “আমরা অনুষ্ঠানের জন্য কতবার রাতে কলেজে থেকেছি। তাহলে আমাদের সঙ্গেও এমন হবে? কোথায় উপাধ্যক্ষ? সিকিউরিটি গার্ড আইডি চেক না করেই ভেতরে যেতে দেয়। ম্যাম না দেখা করলে হেড অথরিটির কাছে যাব। আমরা শান্তি পূর্ণ ভাবে গোটা বিষয়টা চাই। যা হয়েছে সেটা নিরাপত্তার অভাব বোধ করাতে যথেষ্ট। আমাদের পড়াশোনা দরকার সেটাই এখানে কমে যাচ্ছে” মন্তব্য কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্ষুব্ধ মহিলা পড়ুয়াদের।