বাংলাদেশে ফের নির্যাতনের শিকার সংখ্যালঘু হিন্দু তরুণী। ধর্ষণের অভিযোগ বিএনপির এক নেতার বিরুদ্ধে। কুমিল্লায় সংখ্যালঘু হিন্দু তরুণীর উপর ধর্ষণের ঘটনা গণ আক্রোশের আকার নিচ্ছে। এই ঘটনাকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সংগঠিত অপরাধের সঙ্গে জুড়ে দেখা হচ্ছে। ঘটনার বিরুদ্ধে গোটা বাংলাদেশ জুড়ে গণ বিক্ষোভ শুরু করেছে হিন্দু সংগঠনগুলি। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোমবার ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
কুমিল্লায় ২১ বছর বয়সী ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনকে অভিযুক্ত করেছে। মামলায় প্রধান অভিযুক্ত বিএনপি নেতা ফজর আলি। রবিবার সকালে পুলিশ তাঁকে ঢাকার সাইদরাবাদ থেকে গ্রেফতার করে। অভিযুক্ত পাঁচ জনের মধ্যে তিন জনকে নির্যাতিতার ভিডিয়ো রেকর্ড করা এবং তা সমাজমাধ্যমে শেয়ার করার জন্য গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ।
জানা গিয়েছে, চলতি মাসের ২৬ তারিখ রাতে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা ওই যুবতীর বাড়িতে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণ করে বছর ৩৮-এর ফজর। ঘটনার সময় তার ভিডিয়ো রেকর্ডিং করা হয় এবং ঘটনার কথা জানাজানি হলে নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ২৭ জুন নির্যাতিতা মুরাদাবাদ থানায় ফজর আলির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়।
Leave a comment
Leave a comment