কমেডি ঘরানার সিনেমার জগতে জনপ্রিয় চরিত্র বাবুরাও ওরফে বাবু ভাইয়া হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। দীর্ঘ টালবাহানার পর তিনি ফিরছেন ‘হেরা ফেরি ৩’-তে। কিছু দিন আগেই তিনি ছবিটি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সম্প্রতি এক পডকাস্টে এসে অভিনেতা জানালেন সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। তিনি আবারও শুটিংয়ে যোগ দিচ্ছেন তাঁর পুরনো বন্ধু অক্ষয় কুমার ও সুনীল শেট্টির সঙ্গে।
পরেশ রাওয়াল বলেন, “না, কোনও বিতর্ক নেই। মানুষ একটা চরিত্রকে এতটা ভালবেসেছে, তাই আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। দর্শকরা আমাদের অনেক ভালবাসা দিয়েছেন, আমরা যেন সেই ভালবাসার মর্যাদা দিতে পারি। পরিশ্রম করে কাজ করি।” তিনি আরও বলেন, “আমার শুধু এটাই চাওয়া ছিল যে, আমরা সবাই মিলে মন দিয়ে কাজ করি। এক সাথে পরিশ্রম করি, ব্যস, আর কিছু নয়। এখন সব ঠিক হয়ে গিয়েছে।”
হিমাংশু মেহতার পডকাস্টে পরেশ বলেন, “আগেও ছবিটি করার কথা ছিল। আমাদের নিজেদের একটু ‘ফাইন-টিউন’ করতে হয়েছে। পরিচালক প্রিয়দর্শন হোক বা অক্ষয় কুমার কিংবা সুনীল শেট্টি – সবাই আমার বহু বছরের বন্ধু।” তবে এই সিনেমা থেকে পরেশ রাওয়ালের হঠাৎ সরে যাওয়ায় অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছিল, কারণ এতে ছবির শিডিউল ও আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ।
তবে পরেশের কথা সত্যি হলে, এখন সব জটিলতা কেটে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি মাসে ‘হেরা ফেরি ৩’-র শ্যুটিং শুরু হবে। রাজু, শ্যাম আর বাবুরাও- এই তিন মূর্তিকে নিয়ে ফিরছে হেরাফেরি-৩!