সুদীপ্ত চট্টোপাধ্যায়
কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর গণধর্ষণের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতার আরো একটি আইন কলেজ। কলেজের চূড়ান্ত স্তরের পরীক্ষার পাস আউট যারা হবেন তারা পরবর্তী পাঁচ বছর পর্যন্ত কলেজ ইউনিয়নের কোন পদাধিকার যেমন পাবেন না তেমনি কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। বাধ্যতামূলকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে কলেজের বর্তমান থেকে প্রাক্তনী সকলকেই বলেও উল্লেখ করা হয়েছে। সদ্য প্রাক্তনী বা অ্যালুমনিদের জন্য এই নজিরবিহীন সিদ্ধান্তের তথা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিল দক্ষিণ কলকাতারই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন। বকলমে যে কলেজ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বলেই পরিচিত। উল্লেখযোগ্য, দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকেই আইন শিক্ষা করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় দুজন বর্তমান ছাত্রের সঙ্গে মূল অভিযুক্ত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র তথা কলেজ ইউনিয়নের প্রভাবশালী কর্তা মনজিত মিশ্র। কলেজের বর্তমান ছাত্র না হয়েও কলেজ ইউনিয়নের যাবতীয় কর্মকাণ্ডে ছড়ি ঘোরানোর পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের রাসও ছিল এই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের হাতে। গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই এই নিয়ে তোলপাড় হয় কসবার ওই আইন কলেজ চত্বরে। রাজনীতি থেকে প্রশাসনিক মহল সর্বত্রই কলেজে বা বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের দাপাদাপি নিয়ে জোর চর্চা শুরু হয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কলেজ বা মুখ্যমন্ত্রী যে কলেজে পড়াশোনা করেছেন সেই কলেজ ইউনিয়নের এই ধরনের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।
যদিও পাঁচ বছরের কুলিং পিরিয়ড নিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন নয়া বিজ্ঞপ্তি জারি করলেও সেক্ষেত্রে ব্যতিক্রম হিসেবেও সুযোগ রাখা হয়েছে। যদি এই পাঁচ বছর সময়কালের মধ্যে কোন প্রাক্তনী কলেজে পূর্ণ সময়ের জন্য ইউজিসি গাইডলাইন অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্ত হন তবে তার ক্ষেত্রে এই নিয়মের শিথিলতা থাকবে। এছাড়াও স্টুডেন্টস ইউনিয়ন আয়োজিত সরস্বতী পুজো অথবা প্রাত্যনিরের সঙ্গে বর্তমান ছাত্র-ছাত্রীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে এই নিয়মের শিথিলতা বজায় থাকবে। অর্থাৎ পাঁচ বছর পূর্ণ হয়নি এ ধরনের প্রাক্তনীরা সরস্বতী পুজো বা এই ধরনের প্রীতি ফুটবল বা ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারবেন। যদিও সরাসরি কলেজের প্রশাসনিক বা সংগঠনিক কোন কর্মকান্ডে অথবা স্টুডেন্টস ইউনিয়নের কোন সাধারণ কর্মসূচিতে তাদের জায়গা হবে না একথা সাফ জানিয়ে দিয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন।