ঘরের ভেতরে সদস্যদের মধ্যে ঘটে যাওয়া নানান বিতর্কের জন্য রিয়ালিটি শো ‘বিগ বস’ বেশ জনপ্রিয়। এবারও যে তার অন্যথা হবে না তার আগাম জানান দিলেন শোয়ের জন্য আমন্ত্রিত অংশুলা কাপুর। অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা সাফ জানিয়ে দিলেন এই শোয়ে তিনি কোনো দিন যাওয়ার কথা ভাববেনও না। না যাওয়ার যে কারণ তিনি জানালেন তা সলমন খানের শোয়ের জন্য ভালো না মন্দ তা আগামী সময়ই জানাবে।
সিজন-১৯ নিয়ে ছোটপর্দায় আসছে বিগ বস। বিগ বসের পরিচালকরা জানিয়েছেন ৩ আগস্ট এটি শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারও এই শোয়ের অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বহু বিখ্যাত ও বিতর্কিত মুখকে। তার মধ্যে অংশুলা একজন। অংশুলা ইতিমধ্যে করণ জোহরের রিয়ালিটি শো ‘দ্য ট্রেটার্স’-এ অংশগ্রহণ করে ফেলেছেন। অথচ অংশুলা একবাক্যে বিগ বসের প্রস্তাব খারিজ করে দিয়েছেন। দর্শকদের মধ্যে এই শো বেশ জনপ্রিয় হওয়ায় এখানে অংশগ্রহণের জন্য অনেকেই উৎসুক হয়ে থাকলেও অংশুলার যুক্তি, “’বিগ বস’ কখনওই কোনো গেম শো নয়। ট্রেটার্সের সঙ্গে বিগ বসের তুলনা কখনওই হয় না। ট্রেটার্স একটি সাইকোলজিক্যাল শো, যাকে টাইম ফ্রেমে শুট করা হয়েছে। অন্যদিকে বিগ বস কিছু মানুষের কূটকচালি ছাড়া কিছু নয়। তাই এই শোয়ে আমি কখনোই যাব না”।