আগামীকালই নতুন বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন সদ্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বুধবার দুপুর তিনটে নাগাদ রাজ্য বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করবেন আলিফা। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে নতুন বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন চলেছিল রাজভবন এবং বিধানসভার মধ্যে। গত দুটি উপনির্বাচনের ক্ষেত্রেই নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছিল। জল গড়িয়েছিল দিল্লি পর্যন্ত। এক্ষেত্রেও শপথ গ্রহণ নিয়ে আশঙ্কা থাকলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থাপনা নিয়ে সবুজ সংকেত মিলেছে। আলিফা আহমেদের শপথ গ্রহণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। ঠিক হয়েছে বুধবার বিকেল তিনটের সময় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
প্রসঙ্গত গত পয়লা ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নদিয়ার কালীগঞ্জের প্রবীণ তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। গত ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৩ জন নির্বাচনী গণনায় ৫০ হাজার ৪৯ ভোটে জয়ী হন নাসির উদ্দিন কন্যা আলিফা আহমেদ। ভোট প্রচার থেকেই আলিফা বারবার জানিয়েছেন যে প্রয়াত বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার নির্বাচনে জয়ী হয়ে এবং আগামীকাল বিধায়ক পদে শপথ নিয়ে তার লক্ষ্য পূরণের প্রাথমিক ধাপ সম্পূর্ণ করতে চলেছেন আলিফা আহমেদ।