চাকরিপ্রার্থীদের জন্য বড় পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের। ১.০৭ লক্ষ কোটি টাকার ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিম’ (ELI- Employment Linked Incentive) এ অনুমোদন দিল মন্ত্রিসভা। এই প্রকল্পের মাধ্যমে আগামী দু’বছরের মধ্যে দেশে ৩.৫ কোটি কর্মসংস্থান তৈরি করাই লক্ষ্য। এই প্রসঙ্গে আজ মঙ্গলবার কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এদিন বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, নয়া ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমে’র মাধ্যমে আলাদা আলাদা সেক্টরে তৈরি করবে কর্মসংস্থান। বাড়বে রোজগারও। এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
দেওয়া হবে ১৫ হাজার টাকা
এই স্কিমের মাধ্যমে প্রথমবার যে সমস্ত কর্মী ইপিএফও’তে যুক্ত হবেন, তাঁরা পাবেন উৎসাহ ভাতা। এক মাসের বেতন হিসাবে দেওয়া হবে ১৫ হাজার টাকা। দুই কিস্তিতে এই টাকা দেওয়া হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথমবার কিস্তি চাকরি পাওয়ার ছয়মাসের মাথায় দেওয়া হবে। দ্বিতীয় কিস্তির টাকা ১২ মাসের সার্ভিস শেষ হওয়ার পর দেওয়া হবে। মনে করা হচ্ছে এই স্কিমের লাভ সরাসরি ১.৯২ কোটি যুব সম্প্রদায় সরাসরি পাবে।
শুধু চাকরিপ্রার্থীদের জন্য নয়, নিয়োগকারী সংস্থাকে সরকার নানাভাবে সাহায্য করবে। বিশেষ করে যে সমস্ত সংস্থা কর্মচারীদের ছয়মাসের জন্য চাকরিতে রাখবে তারা এই সুবিধা পাওয়ার যোগ্য হবে। প্রত্যেক কর্মচারী পিছু সংস্থাকে প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। প্রকাশিত খবর অনুযায়ী, ২ বছর পর্যন্ত এই সুবিধা মিলবে। তবে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলির ক্ষেত্রে এই সুবিধা তিন বছর কিংবা চতুর্থ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে বলে খবর।
https://twitter.com/PIB_India/status/1939983311050613229/photo/1
ELI স্কিমে কত খরচ হবে?
এই যোজনায় মোট 1.07 লাখ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। এর মধ্যে ৯৯,৪৪৬ কোটি টাকা আগামী দু’বছরের জন্য খরচ করা হবে। যাতে নতুন চাকরি সুযোগ তৈরি হয়। আর দেশে বেকারত্ব কমে। প্রকাশিত খবর অনুযায়ী, ELI স্কিমের অধীনে এই সুবিধা শুধুমাত্র সেই চাকরিগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে যেগুলি ১ আগস্ট ২০২৫ এবং ৩১ জুলাই, ২০২৭ এর মধ্যে দেওয়া হবে।