২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রিয়েল এস্টেট বাজারে প্রপার্টি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেকর্ড গড়ল মুম্বই শহর। একটি রিপোর্ট অনুযায়ী, এই সময়ে মোট ৭৫,৬৭২টি প্রপার্টি রেজিস্ট্রেশন হয়েছে। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এই পরিসংখ্যান ৪ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথমার্ধে এই সংখ্যা ছিল ৭২,৪৯১। আনারক গ্রুপের প্রকাশিত মহারাষ্ট্র রাজস্ব বিভাগের রেজিস্ট্রেশন দফতরের তথ্যের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করা হয়েছে।
এই ছয় মাসে রেজিস্ট্রেশন থেকে মোট ৬,৬৯৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথমার্ধে রাজস্ব আদায় হয়েছিল ৫,৮৭৪ কোটি টাকা। এবারে শুধু জুন মাসেই ১১,২১১টি প্রপার্টি রেজিস্ট্রেশন হয়েছে। চলতি মাসেই রাজস্ব আদায় হয়েছে ১,০০৪ কোটি টাকা। কোভিডের সময় ২০২০ সালের জুন মাসে এই পরিমাণ ছিল মাত্র ১৫৩ কোটি টাকা। সেটাই ছিল সাত বছরের মধ্যে সবচেয়ে কম।
আনারক গ্রুপের চেয়ারম্যান অনুজ পুরী জানিয়েছেন, “২০২৫-২৬ আর্থিক বর্ষের জন্য মহারাষ্ট্র সরকার ৩.৯ শতাংশ রেডিও রেকনার রেট বাড়ানোর ঘোষণা করার পর, মার্চ মাসে অনেকেই তাড়াতাড়ি প্রপার্টি রেজিস্ট্রেশন করিয়ে ফেলেন। মার্চ মাসেই মোট ১৫,৫০১টি রেজিস্ট্রেশন হয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।”
এছাড়া, ২০২৫ সালের প্রথমার্ধে প্রতি বাড়ির গড় মূল্য ছিল ১.৬০ কোটি টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০২১ সালে এই গড় মূল্য ছিল সবচেয়ে কম, ১.০২ কোটি টাকা। তবে মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে সামগ্রিকভাবে আবাসন বিক্রি কিছুটা কমেছে। ২০২৪ সালের প্রথম ছয় মাসে ৮৪,৪৬৫টি ইউনিট বিক্রি হলেও, ২০২৫ সালে সেই সংখ্যা নেমে এসেছে ৬২,৮৯০-তে।