পহেলগামে জঙ্গি হানার জবাবে ভারত শুধু অপারেশন সিন্দুর করেনি। পাশাপাশি রদ করেছে সিন্ধু জল চুক্তি। এই চুক্তি পুনরায় কার্যকর করা হবে না বলে বার্তা দিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের শেহবাজ সরকার চুক্তি পুনরায় কার্যকর করার জন্য বারবার বিবৃতি ও আর্জি জানানোর সঙ্গে দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক আদালতের। হেগের স্থায়ী সালিশি আদালত বলেছে, চুক্তিটি এখনও ‘বৈধ ও কার্যকর’। যদিও ভারত ওই আদালতের সিদ্ধান্ত মানতে নারাজ।
সোমবার এ নিয়ে নতুন করে বিবৃতি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে যে ‘আমরা ভারতকে অবিলম্বে সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যকারিতা পুনরায় শুরু করার এবং চুক্তির বাধ্যবাধকতাগুলি সম্পূর্ণ এবং সততার সঙ্গে পালন করার আহ্বান জানাচ্ছি।’ এক বিবৃতিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দার জানিয়েছে, ‘সিন্ধুর জলের অভাবে আমাদের কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা ভারতকে অবিলম্বে সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যকারিতা পুনর্বিবেচনা করতে এবং চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে এবং সততার সঙ্গে পালন করার আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, পাকিস্তানের পুরো অর্থনীতি এবং কৃষি সিন্ধু থেকে পাওয়া জলের উপর নির্ভরশীল। ভারত চুক্তি স্থগিত করে দেওয়ায় ক্রমেই পাক সরকারের ওপর চাপ বাড়াছে। এদিকে ভারত অনড়। সব মিলিয়ে আগামী দিনে সিন্ধুর জল কতদূর গড়ায়, সেদিকে তাকিয়ে গোটা উপমহাদেশ।
