ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সনিয়া গান্ধি ও রাহুল গান্ধির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল ইডি।। বুধবার দিল্লিতে বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ভি রাজু বলেন, ৯০ কোটি টাকা ঋণ মকুবের মাধ্যমে আসলে অ্যাসোসিয়েটেড জার্নালসের ২০০০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার ষড়যন্ত্র করেছিলেন সনিয়া ও রাহুল। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র প্রকাশনার দায়িত্বে ছিল ওই সংস্থা। হাই প্রোফাইল এই মামলা শুনছেন বিশেষ বিচারক বিশাল গগনে।
অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের ২০০০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করতেই ইয়ং ইন্ডিয়ান লিমিটেড সংস্থাকে সনিয়া ও রাহুল সামনে এনেছিলেন বলে অভিযোগ ইডির। রাহুল ও সনিয়া একাই এই সংস্থার ৭৬ শতাংশ শেয়ারের মালিক। কংগ্রেসের থেকে ৯০ কোটি ঋণ দিয়ে তা মকুব দেখিয়ে মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে অ্যাসোসিয়েটেড জার্নালসের ২০০০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করা হয় বলে দাবি ইডির। আর এই গোটা ষড়যন্ত্রে সরাসরি সনিয়া ও রাহুল জড়িত বলে অভিযোগ তুলেছে ইডি। নাম রয়েছে সিনিয়র কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা, সুমন দুবে-সহ অন্যান্যদেরও। অর্থাৎ ইডির দাবি অনুসারে ঘুরপথে ঋণের টাকা গিয়েছে সেই কংগ্রেসের পকেটেই।
এর আগে গত ২১ মে শুনানিতেও বিস্ফোরক দাবি করেছিল ইডি। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি থেকে দফায় দফায় মোট ১৪২ কোটি টাকা রাহুল ও সনিয়া আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলে ইডি। এএসজি এসভি রাজু জানিয়েছিলেন, ২০২৩ সালে জাতীয় হেরাল্ডের সঙ্গে সম্পর্কিত ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তার আগে পর্যন্ত এই বিরাট পরিমাণ অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহার করছিলেন সনিয়া ও রাহুল। টাকার সিংহভাগ পাচারও করা হয়েছিল বলে অভিযোগ।
প্রসঙ্গত, ২০১২ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী প্রথম ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযোগ দায়ের করেছিলেন। ২০১৪ সালে ইডি সেই মামলার তদন্ত শুরু করে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র প্রকাশ করত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড। ২০০৮ সালে ওই সংস্থা আর্থিক সংকটে পড়লে ৯০ কোটি ঋণ দেয় কংগ্রেস। কিন্তু পরে সেই ঋণ মকুব দেখিয়ে আদতে ২০১১ সালে ন্যাশনাল হেরাল্ড, কোয়াম-ই-আওয়াজ, এবং নবজীবন, এই তিনটি সংবাদপত্র ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডে’র কাছ থেকে অধিগ্রহণ করে কংগ্রেসের ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা। যার মালিক রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী। মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে ওই অধিগ্রহণে অ্যাসোসিয়েট জার্নালসের ২০০০ কোটির সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।