সুদীপ্ত চট্টোপাধ্যায়
২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নয়া বিজেপি সভাপতি হলেন রাজ্যসভা সংসদ শমীক ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যের এই নয়া দায়িত্বকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শমীক ভট্টাচার্যের এই নয়া দায়িত্ব পাওয়ার ঘটনায় তাঁকে স্বাগত জানিয়ে বলেন “শমীক ভট্টাচার্যকে স্বাগত জানাচ্ছি। বিধানসভায় একসঙ্গে আমরা অনেক দিন সময় কাটিয়েছি। রাজ্যের বিরোধী দলের সাংগঠনিক প্রধান হিসেবে শমীক এই দায়িত্ব পাওয়ায় আমরা খুশি।”
যদিও বিধানসভার প্রাক্তন সহকর্মী হিসেবে সন্তোষ প্রকাশ করলেও রাজনৈতিকভাবে শমীককে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির এই নয়া সিদ্ধান্ত নিয়ে কৌশলগতভাবে বা রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে কী ধরনের পদক্ষেপ? এই প্রসঙ্গে ফিরহাদ বলেন ” আশা করা ভাল, তবে প্রত্যাশা করা ভাল নয়। এরাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়ন এবং সুশাসনের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। তাই যদি বিজেপি মনে করে শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি আসনে বসিয়ে নির্বাচনী ফললাভ করবে সেটা ভুল। শমীক নিজেও এটা ভালো করেই জানে।” এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থায় চিঁড় ধরানো যে সম্ভব নয় সে কথা বিজেপিও খুব ভালো করেই জানে এমনটাই দাবি কলকাতার মেয়রের। ফিরহাদের কটাক্ষ, “সভাপতি বদল করে তৃণমূলকে রাজ্য থেকে সরানো যে সম্ভব নয় তা শমীক এবং বিজেপি সকলেই বোঝেন। তার থেকে ভালো তারা আনন্দ করুন খাওয়া-দাওয়া করুন গল্প গুজব করুন, কিন্তু তৃণমূলকে পরাস্ত করার দূরাশা করবেন না।”