রাশিয়া থেকে তেল আমদানির কারণে আমেরিকা যে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর হুমকি দিয়েছে, তা নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারতের উদ্বেগ মার্কিন প্রশাসনের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে।
এই শুল্ক সংক্রান্ত প্রস্তাবটি উঠেছে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের তরফে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে তৈরি এই বিল অনুযায়ী, যারা রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাচ্ছে, তাদের ওপর কড়া শুল্ক বসাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিলটি ইতিমধ্যেই ৮০ জনেরও বেশি সেনেটরের সমর্থন পেয়েছে।
এই পরিস্থিতিতে জয়শঙ্করের মন্তব্য, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমাদের শক্তি নিরাপত্তার প্রয়োজনীয়তা সম্পর্কে আমেরিকাকে জানানো হয়েছে। শুল্ক চাপানো নিয়ে প্রশ্ন উঠতেই তার সোজাসাপটা জবাব, ওই ব্রিজটা তখনই পার হব, যখন সেটার কাছে পৌঁছবো।
ভারত যুদ্ধের শুরু থেকেই নিরপেক্ষ অবস্থানে থেকেছে এবং সস্তায় রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে আসছে। ভারতের যুক্তি, জাতীয় স্বার্থই প্রধান, আন্তর্জাতিক চাপের কাছে মাথা নোয়ানো চলবে না।
তবে আমেরিকার প্রস্তাবিত বিলে কিছু ছাড়ের কথাও আছে, যেসব দেশ ইউক্রেনের সার্বভৌমত্বকে সমর্থন করছে অথবা রাশিয়ার ওপর নির্ভরতা কমাচ্ছে, তাদের জন্য শাস্তির বিধি কিছুটা নরম হতে পারে।
বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন ভারতের সিনিয়র আধিকারিকরা।
Leave a comment
Leave a comment