ফের বড়পর্দায় জুটি বাঁধছেন দুই বলিউড তারকা। আগেই খবর মিলেছিল যে আবার একসঙ্গে কাজ করবেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। শুধু এটুকুই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি করার জন্য ছিল যথেষ্ট। তবে সেই উত্তেজনা দ্বিগুণ হবে এবার, কারণ ছবির নামও স্থির হয়ে গিয়েছে বলে খবর।
অক্ষয় কুমার ও সইফ আলি খান, বলিউডের দুই প্রথম সারির তারকা এবার একসঙ্গে থ্রিলার ছবিতে জুটি বাঁধবেন। খবর মিলেছিল এমনই। শুধু তাই নয়, এই তারকা জুটিকে পরিচালনা করবেন তারকা চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শন। যদিও শুটিং এখনও শুরু হয়নি ছবির। তবে ইতিমধ্যেই শোনা যাচ্ছে চূড়ান্ত হয়েছে ছবির নাম।
জাতীয় সংবাদ মাধ্যম HT City তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই ছবির নাম রাখা হয়েছে ‘হাইওয়ান’ (Haiwaan)। ইংরেজিতে যার মানে দাঁড়ায় ‘বিস্ট’ অর্থাৎ ‘পশু’। সূত্রের খবর, ‘ছবির টিমের মনে হয়েছে এই নামই তাঁদের ছবির বিষয়কে সঠিকভাবে বোঝাতে সক্ষম এবং প্রিয়দর্শন এই ছবিকে যেরকম থ্রিলারের রূপ দিতে চাইছেন তার সঙ্গে মানানসই।’ সূত্রের আরও বক্তব্য, দৌড়ে আরও বেশ কিছু নাম ছিল, কিন্তু এই নামটি সকলের সম্মতি পেয়েছে একবারেই।
প্রসঙ্গত, ২০০৮ সালে সইফ ও অক্ষয়কে শেষ একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে। জনপ্রিয় সেই ছবির নাম ‘টশন’। পরিচালনার দায়িত্ব সামলেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। সেই ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও করিনা কাপুরও। সেই ছবির সেটেই মূলত সইফ ও করিনার প্রেম শুরু হয়। বলাই বাহুল্য বলিউডের এই জনপ্রিয় দম্পতির প্রেমের এক বিশেষ অধ্যায়ের সাক্ষী ছিলেন অক্ষয়। পরবর্তীকালে অক্ষয়ের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন করিনা। তবে সইফের সঙ্গে আর অক্ষয়কে দেখা যায়নি এক প্রজেক্টে।
প্রিয়দর্শনের এই বহু প্রতীক্ষিত ছবির শুটিং অগাস্ট মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। সব ঠিক থাকলে, শোনা যাচ্ছে আগামী বছরই বড়পর্দায় ফিরবেন অক্ষয়-সইফ।
কিছুদিন আগেই ‘ভূত বাংলা’ ছবির শুটিং শেষ করেছেন অক্ষয় কুমার। সেই ছবিরও পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রিয়দর্শন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে বিষ্ণু মঞ্চুর ‘কন্নপ্পা’ ও তরুণ মনসুখানির ‘হাউজফুল ৫’ ছবিতে। দুই ধরনের ক্লাইম্যাক্স নিয়ে এই ‘মাল্টিস্টারার কমেডি’ ছবি মুক্তি পেয়েছে বড়পর্দায়। অন্যদিকে সইফ আলি খানকে শেষ দেখা গিয়েছে ওটিটিতে, ‘জুয়েল থিফ’ ছবিতে।