হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে উত্তর কলকাতার বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই ছিলেন উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন বিজেপির যুব নেতা। পরিস্থিতি খতিয়ে দেখে চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত তেমন সঙ্কটজনক কিছু পাননি বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। ইতিমধ্যে বিজেপি নেতার অ্যাঞ্জিওগ্রাম সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে ঘটনার পরেই হাসপাতালে ছুটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যান কেন্দ্রীয়মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এমনকী শমীক ভট্টাচার্যও যাচ্ছেন বলে জানা যাচ্ছে
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপির সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। তবে বুধবারই স্পষ্ট হয়ে যায় যে বঙ্গ বিজেপির ব্যাটন শমীক ভট্টাচার্যের কাঁধেই উঠতে চলেছে। সেই মতো মনোনয়ন জমা দেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় কোনও রকম ভোটাভুটি ছাড়াই বিজেপির রাজ্য সভাপতি হিসাবে শমীকের নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে সংবর্ধনা কর্মসূচি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয়নেতা তথা প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সকাল থেকেই মঞ্চে ছিলেন জেলা সভাপতি। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, অমিতাভ চক্রবর্তীর গাড়িতেই তমোঘ্ন ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হঠাৎ কীভাবে এই ঘটনা তা স্পষ্ট নয়। তবে চিকিৎসকদের অনুমান, উচ্চ রক্তচাপ থেকে এই সমস্যা হতে পারে। যদিও অন্য কোনও শারীরিক সমস্যা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।